রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া সারা দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার (২১ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়ার বুলেটিনে বলা হয়, বুধবার রাজশাহী, রংপুর ও ময়মনসিংহে বেশি বৃষ্টি হতে পারে। রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা তেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। সকালে বাতাসের আদ্রতা ছিল ৮৯ শতাংশ।
মঙ্গলবার সিলেটে ১৯৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিলো যশোরে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোনিম্ন তাপমাত্রা ছিলো রংপুরে ২২ ডিগ্রি সেলসিয়াস।