নদীবন্দরে সতর্কতা, বজ্রসহ বৃষ্টির আশঙ্কা

বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

বিশেষ করে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়াও আবহাওয়া অধিদপ্তরের আরও একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির প্রবণতা থাকবে, এবং কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

নদীপথে চলাচলকারী নৌযান, জেলে ও সাধারণ জনগণকে সর্তকতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। জরুরি প্রয়োজনে নদীপথ এড়িয়ে চলার পরামর্শও দিয়েছে আবহাওয়া বিভাগ।