ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে,

  • আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে
  • দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে
  • হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি
  • দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে

আবহাওয়ার পরিমিতি (ঢাকা)

  • সকাল ৬টায় তাপমাত্রা: ২৬.৪° সেলসিয়াস
  • আজকের সর্বনিম্ন তাপমাত্রা: ২৫.৭° সেলসিয়াস
  • গতকালের সর্বোচ্চ তাপমাত্রা: ৩২.৭° সেলসিয়াস
  • আর্দ্রতা: ৯৭%
  • বৃষ্টিপাত (শেষ ২৪ ঘণ্টায়): ৪০ মি.মি.

সারাদেশের পূর্বাভাস (সোমবার সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টা):

  • ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে: অধিকাংশ জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি
  • রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগে: অনেক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি
  • কোথাও কোথাও: মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে
  • দিন ও রাতের তাপমাত্রা: সারা দেশে সামান্য কমতে পারে

আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে, বৃষ্টির সময় দমকা হাওয়া বয়ে যেতে পারে। তাই যাতায়াত ও বাইরে কোনো কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।