ঢাকাসহ আট বিভাগে বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগের দুই-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় মন্থা তে পরিণত হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে এটি দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে (১৩.২° উত্তর অক্ষাংশ ও ৮৪.০° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছিল।

তিনি জানান, ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এটি আগামীকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা বা রাতের দিকে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আগামী কয়েক দিনের আবহাওয়ার পূর্বাভাস

সোমবার (২৭ অক্টোবর): রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে।

মঙ্গলবার (২৮ অক্টোবর): রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

বুধবার (২৯ অক্টোবর): দেশের উত্তর ও মধ্যাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগে অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। রংপুর ও রাজশাহী অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

শুক্রবার (৩১ অক্টোবর): দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে বর্ধিত পাঁচ দিনের শেষে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে সরাসরি আঘাত হানার আশঙ্কা নেই। তবে এর প্রভাবে সমুদ্রবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে, এবং সাগর এখনো উত্তাল রয়েছে।