আজ বিশ্ব হাত ধোয়া দিবস

জীবাণুমুক্ত স্বাস্থ্যের জন্য বারবার হাত ধোয়ার প্রয়োজন

আজ ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস। বিশ্বব্যাপী জনসচেতনতা তৈরি ও উদ্বুদ্ধকরণের জন্য চালানো এটি একটি প্রচারণামূলক দিবস। প্রতি বছর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ এই দিনে দিবসটি পালন করে আসছে। 

বিশ্ব হাত ধোয়া দিবস প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মইনুল হক খান খবর সংযোগকে বলেন, ২০০৮ সাল থেকে দিবসটি পালন করা হয়। ওই বছর ১৫ অক্টোবর সুইডেনের স্টোকহোমে বিশ্ব পানি সপ্তাহে জিএইচপি বিশ্বব্যাপী আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে সাবান দিয়ে হাত ধোয়া সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে সর্বপ্রথম এ দিবসটি পালন করা হয়। পরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দিবসটি প্রতি বছর পালন করার সিদ্ধান্ত নেয়া হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. আজিজুর রহমান খবর সংযোগকে বলেন, পরিষ্কার পানি ও সাবান দিয়ে এক ঘণ্টা পরপর হাত ধুয়ে নেয়া প্রয়োজন। নিয়মিত সাবান দিয়ে হাত পরিষ্কার করলে বিভিন্ন ধরনের অসুস্থতা থেকে নিজেদের রক্ষা করতে পারবো আমরা।

বারবার হাত ধোয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ্য করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিশেষজ্ঞ ডা. মো. আবদুর রাজ্জাক খবর সংযোগকে বলেন, দৈনন্দিন জীবনে আমরা আমাদের হাত দিয়ে অসংখ্য কাজ করে থাকি। কাজ করতে গিয়ে আমাদের হাত অসংখ্য জীবাণুর সংস্পর্শে আসে। এতে করে নানা রোগ হয়। শুধু খাবার আগে ও টয়লেট ব্যবহারের পর সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস সহজেই এসব রোগ প্রতিরোধ করতে পারে।