জীবাণুর বিরুদ্ধে অকার্যকর ৯০ ভাগ অ্যান্টিবায়োটিক

প্রথম ও দ্বিতীয় ধাপের বেশিরভাগ অ্যান্টিবায়োটিক এখন প্রায় ৯০ ভাগ অকার্যকর হয়ে গেছে। দেশের প্রধান সংক্রমিত জীবাণুগুলোর বিরুদ্ধে লড়াই করতে এসব অ্যান্টিবায়োটিক যথাযথ কার্যকর নয় বলে এক গবেষণায় প্রমাণিত হয়েছে।

সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সেবা নিতে আসা ৭২ হাজার ৬৭০ জন রোগীর ওপর এই গবেষণা করা হয় দেড় সময় নিয়ে। বিএসএমএমইউ মিলনায়তনে সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে গবেষণার এই তথ্য প্রকাশ করা হয়।

গবেষণায় দেখা গেছে, দেশে অন্তত ৭৫ ভাগ ইনফেকশন হয় টাইফয়েড, ই কোলাই, স্ট্যাফাউরিয়াস, ক্লিবশিয়েলা, সিউডোমোনাস ব্যাকটেরিয়া দিয়ে। এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অ্যাকসেস ও ওয়াচ গ্রুপের অ্যান্টিবায়োটিক অকেঁজো।

এছাড়া আইসিইউর রোগীদের যে অ্যান্টিবায়োটিকে চিকিৎসা চলতো তা এখন ওয়ার্ডের রোগীদেরও দিতে হচ্ছে। এতেই বোঝা যায়, পরিস্থিতি কত খারাপের দিকে যাচ্ছে। এছাড়া যেসব জীবাণু আগে শুধু আইসিইউতে মিলতো। তা এখন কমিউনিটিতেও খুঁজে পাওয়া যাচ্ছে।