তীব্র তাপপ্রবাহ

দেশের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

তীব্র তাপপ্রবাহের কারণে প্রতিকূল পরিস্থিতিতে সারাদেশের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। রোববার (২১ এপ্রিল) সচিবালয়ে এক সভা শেষে তিনি এই নির্দেশ দেন। এছাড়া তিনি নাগরিকদের সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। 

তিনি জানান, এরই মধ্যে হিটস্ট্রোকসহ গরমের বিভিন্ন রোগের আক্রান্তদের জন্য হাসপাতালগুলোকে প্রস্তুতি নিতে নির্দেশ দেয়া হয়েছে। জরুরি নয় এমন রোগীদের আপাত হাসপাতালে ভর্তি না করাতে বলা হয়েছে।

হিটস্ট্রোকে আক্রান্ত রোগীদের প্রাথমিক চিকিৎসা এবং গরম থেকে বাঁচতে সচেতনতার সরকারি বার্তা পড়ে শোনান তিনি। 

বয়স্ক ও শিশুরা যেন প্রয়োজন ছাড়া বাসার বাইরে না যায়, সে বিষয়েও পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, তাপপ্রবাহের পরিস্থিতি বুঝে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হবে। কারণ আমরা বাচ্চাদের ঝুঁকির মধ্যে ফেলব না।