ড্যাবের ২৭৬ সদস্যের কমিটির অনুমোদন

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব)  ২৭৬ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদিত হয়েছে। কমিটিতে মহাসচিব পদে রয়েছেন ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এবং সভাপতি পদে রয়েছেন অধ্যাপক ডা. হারুন আল রশীদ। একই সঙ্গে ড্যাবের ৫৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদও গঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

কমিটিতে অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারকে প্রধান উপদেষ্টা ও অধ্যাপক ডা. মো. আবুল কেনানকে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে। এ ছাড়াও কোষাধ্যক্ষ পদে রয়েছেন ডা. মো. মেহেদী হাসান ও অধ্যাপক ডা. এ কে এম খালেকুজ্জামান দিপু পেয়েছেন সিনিয়র যুগ্ম-মহাসচিবের পদ।