সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এই সময়ের মধ্যে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬০ জন রোগী।
এর আগে বুধবার ও বৃহস্পতিবার নতুন আক্রান্তের সংখ্যা ছিল যথাক্রমে ১১৩৯ জন ও ৮৩৩ জন, যা তুলনামূলকভাবে শুক্রবার অনেকটা কম।
শুক্রবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মারা গেছেন ৩২৬ জন, আর মোট শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৩,০৬৬ জন।
নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৫৫ জন, চট্টগ্রাম ১২৫ জন, ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে) ৭১ জন, ঢাকা উত্তর সিটি ১৪৫ জন, ঢাকা দক্ষিণ সিটি ২৬ জন, ময়মনসিংহ ৩৩ জন এবং সিলেট ৫ জন রয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ৫১২ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন, চলতি বছরে মোট ছাড়পত্র পেয়েছেন ৭৯,৪৬০ জন।