১৮তম শিক্ষক নিবন্ধন তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষার শিডিউল ও অংশগ্রহণকারীদের রোল নম্বর প্রকাশ করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
৫ ডিসেম্বর শুরু হচ্ছে পরীক্ষা। তৃতীয় ধাপের (৫ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি) ভাইভা প্রার্থীদের রোল নম্বর ও বোর্ডের বিন্যাস প্রকাশ করেছে এনটিআরসিএ। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে প্রথম শিফটে ও বেলা সাড়ে ১১টা থেকে দ্বিতীয় শিফটে ভাইভা অনুষ্ঠিত হবে।
এনটিআরসিএ জানিয়েছে, মৌখিক পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের প্রয়োজনীয় কিছু কাগজপত্র সঙ্গে আনতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস পাঠিয়ে ভাইভার তারিখের সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে। ওই তারিখ অনুযায়ী প্রার্থীদের ভাইভা দিতে আসতে হবে।
ভাইভা প্রার্থীদের রোল নম্বর ও পরীক্ষার তারিখ দেখতে এখানে ক্লিক করুন।