ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শাহবাগে সুপারিশবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৮তম শিক্ষক নিবন্ধন উত্তীর্ণদের বিশেষ গণবিজ্ঞপ্তির দাবি

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৯ পিএম

১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে সুপারিশবঞ্চিত ১৬ হাজার ২১৩ প্রার্থীর বিশেষ গণবিজ্ঞপ্তির দাবিতে শাহবাগে মানববন্ধন কর্মসূচি পালন করছেন ভুক্তভোগীরা। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার পর বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা।

সুপারিশবঞ্চিতদের দাবি, ৬০ হাজারেরও বেশি পদ শূন্য থাকা সত্ত্বেও ১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েও ১৬ হাজার ২৩১ জনকে বঞ্চিত করা হয়েছে। এ সময় মেধা ও যোগ্যতায় উত্তীর্ণ হয়েও নিয়োগ না পাওয়ায় হতাশার কথা জানিয়ে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে শূন্য পদ যুক্ত করে দ্রুত গণবিজ্ঞপ্তি দেওয়ার দাবি জানান তারা।

এদিন মানববন্ধন কর্মসূচি পালনকালে শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে দাবি আদায়ে কার্যকর উদ্যোগ না এলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারিও দেন সুপারিশবঞ্চিতরা।

MMS
আরও পড়ুন