দেখতে দেখতে চলে এলো আরেকটি রমজান মাস। পবিত্র এ মাসটিকে পাওয়ার আনন্দে ঘরে ঘরে প্রস্তুতি নিতে ব্যস্ত সবাই। অনেকেই ইতোমধ্যে সবকিছু গুছিয়ে নিয়ে অপেক্ষায় আছেন। একইসঙ্গে ধর্মীয় কার্যক্রমগুলো সম্পন্ন করার পরিকল্পনা শুরু করে দিয়েছেন। আপনি নিশ্চয় চান, আপনার বাড়ির পরিবেশটাতেও এই পবিত্র মাসের উপযোগী একটা আবহ তৈরি করতে? বাড়িতে রমজান স্পেশাল ভাইব আনতে ঘরের কিছু ডেকোরেশন টিপস দেখে নিন-
পরিষ্কার-পরিচ্ছন্নতা: যতটা সম্ভব বাড়িটাকে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিন। চাদর, কুশন কভার, সোফা কাভার, পর্দা পাল্টে নিন। রঙ, ফেব্রিক সবকিছুতে একটা কোমল ছোঁয়া রাখার চেষ্টা করুন।
ঘর সাজাতে মোমবাতি যোগ করুন: বাড়িতে রমজান ভাইব আনতে ঘরের কোণে বা টি-টেবিলে মোমবাতি রাখুন। আপনি চাইলে সুগন্ধি মোমবাতি যোগ করতে পারেন। বিভিন্ন রঙের বাহারী ডিজাইনের আকর্ষণীয় এবং সুগন্ধি মোমবাতি আপনার ঘরের প্রশান্তি বজায় রাখে। এছাড়া বাখুর স্টিক দিয়েও ঘরকে সুবাসিত করতে পারেন।
আরবি ক্যালিগ্রাফি দিয়ে ঘর সাজান: নিজের বাড়িটাকে সুন্দর দেখাতে সবসময় বাড়ির সাজসজ্জায় পেইন্টিং, ফটোফ্রেম, ওয়্যাল মেট রাখা হয়। আসছে রমজানে আপনার দেয়ালে, পেইন্টিং, টেবিল ওয়্যার এমনকি কুশন কাভারে আরবি ক্যালিগ্রাফি করা কাজগুলো সাজাতে পারেন। অনলাইনে এ ধরণের অসংখ্য পণ্য পেয়ে যাবেন।
কৃতিক উপাদান যোগ করুন: পবিত্র এই রমজান মাসে আপনার বাড়ির বারান্দায় বা আঙিনায় কিছু প্রাকৃতিক উপাদান যোগ করতে পারেন। হালকা বা সাদা রঙয়ের ফুল ফোটে এমন গাছপালা, হালকা সুগন্ধযুক্ত ফুল রাখতে পারেন। এছাড়া ছোট ঝর্ণাও রাখতে পারেন ঘরে সাজানো গাছগুলোর মধ্যে।
বাড়িতে রমজান কর্ণার তৈরি করুন: রমজানের জন্য বাড়িতে বিশেষ একটি জায়গা আলাদা করে রাখুন। পরিবারের সবাই অল্প সময়ের জন্য হলেও মিলিত হোন। যেখানে জিকির-আজকার, তসবিহ , ধর্মীয় এবং বিভিন্ন হাদিস সম্পর্কীয় আলোচনা করতে পারেন। এতে আপনার বাড়ির সবচেয়ে কনিষ্ঠ শিশুটিও রমজান মাসের গুরুত্ব এবং ফযিলত সম্পর্কে অবগত থাকবে। জায়নামাজ, কুরআন শরীফ, খেজুরের মতো আইটেমসহ একটি ছোট টেবিল বা শেলফ গুছিয়ে নিতে পারেন।
আসলে বাড়ির পরিবেশটাকেও একটু বদলে নিলে সবার মধ্যে একধরনের ভালো লাগা কাজ করে। বিশেষ করে রমজান সম্পর্কে শেখাতে এই পরিবর্তনটুকু শিশুদের আগ্রহী করে তুলবে। তবে এসব নিয়ে ব্যস্ততায় রমজানের আসল করণীয় যেন বিঘ্নিত না হয় সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন।