কীভাবে সাজাবেন নতুন সংসার

বিয়ের পর প্রত্যেকে তার নতুন জীবন এবং নতুন গৃহকোণ নিয়ে স্বপ্ন দেখেন। স্বাভাবিকভাবে এ সময়টা জীবনের শ্রেষ্ঠতম সময়। সুন্দর সময়গুলোকে আরো সুন্দর করতে পরিবেশটাকে উপযোগী করে তুলতে হয়। যারা নতুন স্বামী-স্ত্রী মিলে নিজেদের ঘরটাকে সাজানোর সুযোগ পাবেন তারা মনের মতো করে, প্রয়োজন মাথায় রেখে ঘর সাজাবেন।

ঘর সাজানোর ক্ষেত্রে সবার পছন্দ এক হবে না।  কেউ পছন্দ করেন ছিমছাম সাজ, কেউ আবার পছন্দ করে আধুনিক অন্দরসজ্জা। কেউ ভালোবাসেন সাবেকি ঘরসজ্জা, কারও আবার ঘরের অন্দরসজ্জায় পছন্দ বাংলার সংস্কৃতির ছোঁয়া। তবে ঘর সাজানোর সময় এটা মনে রাখা জরুরি যে, অন্দরসাজ আপনার ব্যক্তিত্বের সঙ্গে যেন মানানসই হয়। চলুন জেনে নেই নতুন সংসারে অন্দরসজ্জায় কোন বিষয়গুলো মনে রাখবেন।

WhatsApp Image 2024-05-10 at 9.24.15 AM

শোবার ঘরের সাজ
শোবার ঘরের সাজগোজের জন্য আগে খাটটি ঠিক করুন। খাটের আকার, আয়তনের উপর ঘর সাজানো নির্ভর করে। বেড রুমের দরজা খুললেই বিছানা দেখা যাবে, এরকম জায়গায় খাট না পাতাই ভালো। তৈরি করা খাট কিনলে ঘরের সাইজের সঙ্গে মানিয়ে কিনবেন। আর খাট বানিয়ে নিলে তো খুবই ভালো। খাটের মধ্যে স্টোরেজ থাকলে খুব ভালো। সেখানে লেপ, কম্বল, বিছানার চাদর, শীতের জামাকাপড় ইত্যাদি প্রচুর জিনিস অনায়াসে রাখতে পারবেন। 

শোবার ঘরের আনুষাঙ্গিক
খাটের সঙ্গে লম্বা ডোরম্যাট বা কার্পেট রাখবেন। দুপাশে ছোটো টেবিল থাকলে নিজেদেরই সুবিধা হবে। বেড রুমেই আলমারি এবং ড্রেসিং টেবিল রাখা হয়। তাই সে দুটিও খাটের নকশার সঙ্গে মানিয়ে করুন। জায়গা থাকলে বই রাখার তাক, শো পিস রাখার সেল্ফ রাখতে পারেন। নিজেদের বসে চা খাওয়ার জন্য জানালার পাশে ছোট্ট টেবিলসহ বেতের দুটো চেয়ার রাখতে পারেন।

WhatsApp Image 2024-05-10 at 9.24.15 AM (1)

ঘরের রং
যদি নিজেদের শোবার ঘরের দেয়াল রং করিয়ে নেয়ার সুযোগ থাকে তবে হালকা রং বেছেনিন। তাতে মন শান্ত থাকে ভালো ঘুম হয়।

শুধু ঘর নয়, বিছানার চাদার, কুশন কাভারেও চোখে আরামদাক মনে হবে এমন রংবেছে নিবেন। পর্দার রং অবশ্য হালকা হলে ঘরে আলো বেশি আসে। এজন্য ডাবল লেয়ার পর্দা ব্যবহার করতে পারেন। যাই করুন না কেন ঘরের আকার বুঝে জিনিসপত্র কিনবেন। জিনিসের ভারে যেন বেডরুমকে গুদাম ঘর মনে না হয়।

WhatsApp Image 2024-05-10 at 9.24.16 AM (1)
ঘর সাজানোর এক্সেসরিজ
বাজারে ঘর সাজানোর জিনিসের অভাব নেই। তা বলে কোনও জিনিস পছন্দ হলেই কিনে ফেলবেন না। আগে খেয়াল করে দেখুন ঘরের মধ্যে সেটি মানাবে কিনা। সব কিছু সব ঘরে মানায় না। ঘরের আসবাবপত্র সাবেকি না আধুনিক সেটার ওপর নির্ভর করে এক্সেসরিজ কেমন হবে সেটা। এক্সেসরিজ বলতে আমরা ঘরের কার্পট, পেইন্টিং, ফটো ফ্রেম, ল্যাম্প, ফুলদানি, ঘড়ি, আয়না গাছপালা বুঝি। যেটা ঘরের আয়তনের সঙ্গে মানানসই হওয়া দরকার।

বসার ঘর বড় হলে সেখানে সোফা ছাড়াও কফি টেবিল রাখতে পারেন। সোফার সঙ্গে রাখতে পারেন মানানসই কার্পেট। দেওয়ালের কোণা সাজাতে পারেন ইন্ডোর প্ল্যান্ট দিয়ে। সংসারে শুরুতেই এতাটা খরচ করতে না চাইলে সোফার বদলে ম্যাট্রেস, তোষক বা গদি, ফ্লোর কুশন দিয়ে ঘরে সাজাতে পারেন। সুন্দর ডিজাইনের বিছানার চাদরের কয়েকটি মানানসই কুশন রেখে দিন। কয়েকটি লো হাইট দড়ির বোনানো টুলও রাখতে পারেন। মেঝেতে শতরঞ্জি বিছিয়ে গাছপালা দিয়ে সাজালেও আপনার  রুচির প্রশংসার অভাব পড়বে না।

WhatsApp Image 2024-05-10 at 9.24.16 AM

যা মনে রাখবেন
* নতুন বিয়ে হয়েছে নিজেদের ছবি বাঁধাই করে বসার ঘরে রাখবেন না। শোবার ঘরে বেড সাইড টেবিলে বা দেয়ালে ছবি রাখবেন।

* ড্রেসিং টেবিল না কিনে আজকাল বাজারে যেসব স্টিকার মিরর পাওয়া যায় সেগুলো কিনতে পারেন।

* শো পিস বা এক্সেসরিজ কেনার আগে বিয়ের গিফটগুলো দেখে নিন। আজকাল অনেকেই এ ধরণের উপহার দিয়ে থাকেন।

* ঘরে ঢুকেই চোখ পড়বে এমন একটি কর্ণার তৈরি করুন। গাছ, ল্যাম্প, আয়না দিয়ে এটা করতে পারেন।