অফিসের পর নিমন্ত্রণে যেতে ক্লান্তি দূর করবেন যেভাবে

বিয়ের মরসুমে নিমন্ত্রণের তালিকা দীর্ঘ হতেই পারে। কিন্তু তাই বলে তো আর অফিস থেকে ছুটি নেওয়া সম্ভব নয়। অনেকেই দিনের কাজ সেরে সরাসরি চলে যান অনুষ্ঠানে। এমন পরিস্থিতিতে দ্রুত সতেজ হয়ে ওঠার জন্য সাজগোজ হয়তো অফিসেই সেরে নেওয়া হয়, কিন্তু সারা দিনের কাজের ক্লান্তি মুখের উপর থেকে দূর করা একটি বড় চ্যালেঞ্জ।

তবে চিন্তা নেই, মাত্র কয়েকটি সহজ কৌশল অবলম্বন করলেই মূহুর্তের মধ্যে মুখের সেই ক্লান্ত ভাব দূর করে এনে দিতে পারেন প্রাণবন্ত ঔজ্জ্বল্য। কাজের শেষে নিমন্ত্রণ রক্ষা করতে যাওয়ার আগে এই তিনটি টোটকা কাজে লাগতে পারে।

১. ঠান্ডা জলের ঝাপটা: সতেজতা ফিরুক এক মূহুর্তে

কাজের ক্লান্তি দূর করার সবচেয়ে সহজ এবং কার্যকর উপায় হলো ঠান্ডা জলের ব্যবহার-

  • ঠান্ডা জল রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, যা ত্বককে মুহূর্তে সতেজ ও টানটান করে তুলতে পারে।
  • প্রথমে সাধারণ ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নিন।
  • এরপর পরিষ্কার, ঠান্ডা জল দিয়ে মুখে প্রায় ৫ থেকে ১০ বার হালকা ঝাপটা দিন।
  • একটি নরম তোয়ালে দিয়ে আলতো করে মুখ মুছে নিন। এতে সঙ্গে সঙ্গেই ত্বকে সতেজ এবং টানটান অনুভূতি আসবে।

২. গোলাপ জলের স্প্রে: আর্দ্রতা ও সুগন্ধের জাদু

গোলাপ জলে থাকা প্রাকৃতিক উপাদান ত্বককে আর্দ্রতা জুগিয়ে স্নায়ুকে শান্ত করে-

  • গোলাপ জল একটি প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করে, যা ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখে এবং আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। এর সুগন্ধ স্নায়ুকেও শান্ত করে।
  • একটি স্প্রে বোতলে গোলাপ জল ভরে রাখুন।
  • মুখ ধোয়ার পরে চোখ বন্ধ করে সামান্য দূরত্বে রেখে স্প্রে করুন।
  • নিজেই শুকিয়ে যেতে দিন, অথবা আলতো করে মুছে নিন। এতে ত্বক আর্দ্র ও কোমল দেখাবে।

৩. শসার স্লাইস অথবা ব্যবহৃত টি-ব্যাগ: চোখের ক্লান্তি দূর করতে

ক্লান্তির ছাপ সবচেয়ে বেশি ফুটে ওঠে চোখের পাতায়। শসা এবং গ্রিন টি-ব্যাগের অ্যান্টি-অক্সিড্যান্ট চোখের এই ক্লান্তি দূর করে আরাম দিতে পারে-

  • দুটি শসার পাতলা স্লাইস অথবা ফ্রিজে রাখা দুটি ব্যবহার করা গ্রিন টি-ব্যাগ নিন।
  • ১০ থেকে ১৫ মিনিটের জন্য চোখ বন্ধ করে শুয়ে সেগুলিকে চোখের পাতার ওপর রেখে দিন।
  • নির্দিষ্ট সময় পর তুলে নিন। চোখ ধোয়ার দরকার নেই। এতে চোখের ক্লান্তি দূর হবে, যা আপনার গোটা মুখমণ্ডলকে সতেজ দেখাতে সাহায্য করবে।

অফিস শেষে যেকোনো অনুষ্ঠানে যাওয়ার আগে এই কৌশলগুলো মেনে চললে আপনিও নিমন্ত্রণের যেতে পারবেন।