ফুল দিয়ে ঘর সাজাতে অনেকেই ভালোবাসেন। এই ফুলগুলো তাজা হলে দেখতে যেমন ভালো লাগে তেমনি এর সৌরভও ছড়িয়ে পড়ে ঘরজুড়ে। যা ভালো লাগার অনুভূতিকে বাড়িয়ে তোলে বহুগুণ। ফুলদানিতে ফুল সাজানো এবং এর সতেজ ভাব ধরে রাখার জন্য জেনে নিন কিছু টিপস-
* যে কোনো বড় ডাঁটার ফুল কাটার সময় ৪৫ ডিগ্রি কোনাকুনি করে কাটুন। এতে ডাঁটা বেশি পানি শোষণ করতে পারবে এবং ফুল বেশিদিন সতেজ থাকে।
* ফ্যানের নিচে বা এসির বাতাসের কাছাকাছি ফুল না রাখাই ভালো। ঘরে যে জায়গা খানিকটা ঠান্ডা বা রোদ পায় না সেখানে ফুলদানি রাখুন।
* ফুলদানিতে পানির মধ্যে এক চামচ চিনি গুলিয়ে দিন। এতে ফুল বেশিদিন তাজা থাকে। বিশেষ করে স্টার বা তারাফুল, ডেইজি, রজনীগন্ধা, টিউলিপ ফুলগুলো দীর্ঘদিন তাজা থাকে।
* ডাঁটাওয়ালা ফুলগুলোর ডাঁটা খানিকটা থেতলে লবণ বা ফিটকিরি মেশানো পানিতে রাখলে তা বেশিদিন তাজা থাকবে।
* ফুলগুলোর নিচের অংশ যেগুলো পানির কাছাকাছি থাকে সেখানকার পাতা ও কাঁটা ফেলে দেওয়া ভালো। কেননা এগুলো পানিতে লেগে ব্যাকটেরিয়া সংক্রমণের সুযোগ থাকে। এতে ফুলের জীবনীশক্তি কমে যেতে পারে।
* ফুলদানির পানি একদিন পর পর বদলে দিতে হবে। লক্ষ্য রাখা প্রয়োজন, পানি যেন নোংরা না থাকে। পানি পরিষ্কার রাখার জন্য এর মধ্যে কয়েকটি কয়লার টকুরো রাখতে পারেন।
* ফুলদানির পানিতে কয়েক ফোঁটা ব্লিচ ছেড়ে দিন। এতে পানিতে থাকা ব্যাকটেরিয়া মরে যায় এবং ফুল ভালো থাকে।
* বাগান বা টবের ফুল ফুলদানিতে রাখতে চাইলে সূর্য ওঠার আগে বা রোগ লাগার আগে ফুলগাছ থেকে ফুল তুলে নিন।