চুল কি পাতলা হয়ে যাচ্ছে কিংবা পড়ে যাচ্ছে? প্রতিদিন ১০০ পর্যন্ত চুল পড়া মোটেই অস্বাভাবিক নয়। আবার সেই জায়গায় নতুন চুলও গজায় এটাও খুব স্বাভাবিক। কিন্তু চুল পড়ার পর যখন আর নতুন করে চুল গজায় না বা অত্যাধিক চুল পড়তে থাকে সমস্যা হয় তখনই। যারা এমন সমস্যায় ভুগছেন তারা পেঁয়াজের রস ব্যবহার করুন। এতে অল্প সময়ের মধ্যেই ফল পাবেন।
বিশেষজ্ঞদের মতে, পেঁয়াজে আছে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল। যা প্রচুর পরিমাণ ভিটামিন সি, ভিটামিন বি৬-ও সমৃদ্ধ। এছাড়াও পেঁয়াজে ফলিক অ্যাসিড থাকে। তাই পেঁয়াজ আমাদের শরীরে ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন এবং ফসফরাসের ঘাটতি দূর করে। এই ধরনের উপাদান শরীরের জন্য গুরুত্বপূর্ণ। ফলে বলা যায় স্বাস্থ্য ভালো থাকলে আমাদের চুলও ভালো থাকবে।
শুধু তাই নয়, চুলের যত্নে নানাভাবেই উপকার করে পেঁয়াজের রস। চুলের নানা সমস্যা দূর করতে এই উপাদান দারুণ কার্যকরী। এটি চুলের অকালপক্কতা রোধ করে, চুল পড়া কমায়, চুলে খুশকির সমস্যা দূর করে, নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলের ঘনত্ব ফিরিয়ে দেয়! এ উপকারিতা পেতে পেঁয়াজের রস ব্যবহার করতে পারেন ৩ ভাবে। চলুন তাহলে জেনে নেয়া যাক চুল পড়া রোধে পেঁয়াজের ব্যাবহার সম্পর্কে।
পেঁয়াজের রস লাগানো: প্রথমেই একটি বড় পেঁয়াজ নিয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে। এরপর সেটি পেস্ট বানিয়ে বা জুসারে দিয়ে পেঁয়াজের রসও বের করে নেয়া যেতে পারে। পরে পেঁয়াজের রস একটি পাত্রে নিয়ে সেখান থেকে ভালোভাবে স্ক্যাল্পে লাগিয়ে নিতে হবে। আঙুলে সামান্য চাপ দিয়ে মাসাজ করতে হবে। এই মাসাজে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ে। চুলের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছায়। চুল ভালো থাকে। বাকি রস চুলে লাগিয়ে নিতে হবে। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলতে হবে। সপ্তাহে এক থেকে দুবার পেঁয়াজের রস চুলে লাগালে চুল পড়া কমবে। বাড়বে চুলের ঘনত্ব।
অ্যালোভেরা জেলের সঙ্গে পেঁয়াজের রসের মিশ্রণ: অ্যালোভেরা জেল চুলের রুক্ষ ভাব কমায়। চুল খুব ভালো রাখে। পেঁয়াজের রসের সঙ্গে মিশ্রণ করে চুলে লাগালে দারুণ ফল মিলবে। এজন্য একটি পাত্রে দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল ও তিন টেবিল চামচ পেঁয়াজের রস মিশিয়ে নিতে হবে। এরপর স্ক্যাল্পে এবং চুলের গোড়ায় ভালো করে এই মিশ্রণ লাগিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে দিন। এবার ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে অন্তত তিনবার এই মিশ্রণ লাগাতে পারলে দারুণ ফল পাবেন হাতেনাতে।
পেঁয়াজের রস ও লেবুর রসের মিশ্রণ: খুশকির সমস্যা দূর করতে খুব কাজ করে লেবুর রস। স্ক্যাল্প পরিষ্কার রাখতে পেঁয়াজের রস ও লেবুর রস ব্যবহারে ভালো ফল পাওয়া যায়। এজন্য একটি পাত্রে এক টেবিল চামচ লেবুর রসের সঙ্গে এক টেবিল চামচ পেঁয়াজের রস মিশিয়ে নিতে হবে। সেই মিশ্রণ স্ক্যাল্পে লাগিয়ে মাসাজ করতে হবে। ২০ মিনিট রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে অন্তত ৩দিন এই মিশ্রণ লাগাবে দারুণ ফল পাওয়া যাবে।