ভিমরুল কামড়ালে যেসব পদক্ষেপ নিতে পারেন

ছোট পতঙ্গ হলেও ভিমরুলের হুলের খোঁচা খুবই ভয়ংকর ও তীব্র হয়ে থাকে। এর কামড়ে মানুষের মৃত্যুও ঘটতে পারে। ভিমরুলের কামড়ে বয়সীদের তুলনায় শিশুদের প্রতিক্রিয়া বেশি হয়। তাই ভিমরুল থেকে সতর্ক হওয়া জরুরি। তাছাড়া ভিমরুল কামড়ালে ব্যথার তীব্রতা কমাতে কী পদক্ষেপ নিবেন, চলুন জেনে নেই-

হুল তুলে ফেলুন: ত্বক থেকে ভিমরুলের হুল ধীরে ধরে আঙুল বুলিয়ে তুলে ফেলে দিন। খামচে তুলবেন না। এতে বিষের থলি থেকে বিষ বেরিয়ে যেতে পারে।

বরফ লাগান: কামড়ের স্থানে বরফ লাগান। এটি জ্বালা এবং ফোলাভাব কমাতে সহায়ক।

অ্যান্টিবায়োটিক ক্রিম: বরফ দেওয়ার পর প্রভাবিত স্থানে অ্যান্টিবায়োটিক ক্রিম লাগান।

অ্যান্টি হিস্টামিন: ক্রিম লাগানোর সাথে সাথে অ্যান্টি হিস্টামিন ও প্যারাসিটামল গ্রহণ করুন।

চিকিৎসকের পরামর্শ: মাথাব্যথা, বমি, বা শ্বাসকষ্ট হলে দ্রুত চিকিৎসকের সাহায্য নিন।

ঘরোয়া প্রতিকার: ভিমরুলের কামড় গুরুতর না হলে ঘরোয়া কিছু উপায়ে প্রতিকার করা যায়-

ল্যাভেন্ডার তেল: কামড়ের স্থানে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার তেল লাগালে জ্বালা কমবে। এছাড়া তুলসি পাতার রস বা ইউক্যালিপটাস তেলও উপকারে আসতে পারে।

অ্যালোভেরা জেল: অ্যালোভেরা জেল ত্বকে শীতলতা প্রদান করে এবং ফোলা ও জ্বালা ভাব কমাতে সাহায্য করে।

বেকিং সোডা ও অ্যাপেল সিডার ভিনিগার: এই দুটি উপাদানের মিশ্রণ একটি পেস্ট তৈরি করে কামড়ের স্থানে লাগান। এটি বিষের অ্যাসিড নিষ্ক্রিয় করে এবং ব্যথা কমাতে সহায়তা করে।

সুতরাং ভিমরুল কামড়ালে জরুরি পদক্ষেপ ও প্রতিকারে সামগ্রিক সতর্কতা মেনে চলা অপরিহার্য। এই নিয়মাবলী মেনে চললে ভিমরুলের কামড়ের ক্ষতি কমানো সম্ভব।