বর্ষায় বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ত্বকে সহজেই চিটচিটে ভাব আসে। তাই মেকআপ এমনভাবে করতে হয়, যাতে তা ত্বকে ভালোভাবে বসে এবং টেকে।
মেকআপের আগে ত্বকের যত্ন
সুন্দর মেকআপের প্রথম ধাপই হলো ত্বককে মেকআপের জন্য ভালোভাবে প্রস্তুত করে নেওয়া। কারণ, পরিষ্কার ত্বকে মেকআপ সহজে বসে।
ক্লিনজিং: মেকআপের আগে ত্বক পরিষ্কার করা গুরুত্বপূর্ণ। বর্ষাকালে ধুলাবালু ও ঘামের সংমিশ্রণে ত্বকে ময়লা জমে যায়। তাই মেকআপ শুরুর আগে হালকা ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিন।
এ সময় মেকআপ এমনভাবে করা উচিত যাতে ত্বকে সহজে বসে এবং অনেকক্ষণ ভালো থাকে
টোনিং: ক্লিনজিংয়ের পর ত্বকে টোনার ব্যবহার করুন। এটি ত্বকের পিএইচ ভারসাম্য ঠিক রাখতে এবং মৃত কোষ দূর করতে সাহায্য করে।
ময়েশ্চারাইজার: বর্ষাকালে বেছে নিতে হবে হালকা ও তেলবিহীন ময়েশ্চারাইজার।
Moisturizer
ফাউন্ডেশন ও বেজ মেকআপ
বর্ষাকালে ভারী বেজ বা মেকআপ এড়িয়ে যাওয়াই ভালো। ভারী মেকআপ আর্দ্র আবহাওয়ায় গলে যাওয়ার আশঙ্কা থাকে। মেকআপের জন্য ব্যবহার করুন সেমিম্যাট ফাউন্ডেশন। এটি ত্বকে ভালোভাবে বসে, ত্বককে অতিরিক্ত তেলতেলে করে না। এ সময় কয়েক স্তরের ফাউন্ডেশন ব্যবহার না করে হালকা করে ফাউন্ডেশন দিয়ে ব্লেন্ড করে নিন। এরপর সামান্য কমপ্যাক্ট পাউডার বা সেটিং পাউডার ব্যবহার করুন। এতে মেকআপ দীর্ঘস্থায়ী হবে।
চোখ ও ঠোঁটের সাজ
সতেজ ভাব ফুটিয়ে তুলবে হালকা বেজ মেকআপ
বর্ষাকালে চোখের সাজও হালকা রাখুন। তবুও চাইলে সঙ্গে একটু অভিনবত্ব যোগ করা যায়।
আইশ্যাডো: বর্ষাকালের আকাশের সঙ্গে সামঞ্জস্য রেখে চোখে দেওয়া যেতে পারে নীলচে বা ধূসর রঙের স্মোকি আইশ্যাডো। আইশ্যাডোতে একটু হালকা শেড রাখলে ভালো দেখাবে। আইশ্যাডোর ব্লেন্ডিং খুব ভালোভাবে করতে হবে যাতে রংগুলো মসৃণভাবে একে অপরের সঙ্গে মিশে যায়।
আইলাইনার ও মাসকারা: বর্ষাকালে আইলাইনার ও মাসকারা অবশ্যই ওয়াটারপ্রুফ হতে হবে। নাহলে একটু বৃষ্টি বা ঘামে ছড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
লিপস্টিক: ঠোঁটে হালকা রঙের লিপস্টিক বা লিপটিন্ট ব্যবহার করা যেতে পারে। চকচকে গ্লস বর্ষায় ঠিক না-ও মানাতে পারে, বরং ম্যাট ফিনিশের হালকা শেড যেমন পিচ, ন্যুড বা হালকা গোলাপি এ সময় ভালো দেখায়।
ব্লাশন ও হাইলাইটারের ব্যবহার
বর্ষাকালে অতিরিক্ত কন্ট্যুরিং করা বাদ দিন। ঘামে সহজে নষ্ট হয়ে যায়।
ব্লাশন: হালকা গোলাপি বা পিচ রঙের ব্লাশ বেছে নিন।
হাইলাইটার: পোশাকের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে উজ্জ্বল হাইলাইটার ব্যবহার করুন। এ সময় সোনালি বা হালকা ব্রোঞ্জ রঙের হাইলাইটার দারুণ মানায়। তবে হাইলাইটার কখনোই অতিরিক্ত ব্যবহার করা যাবে না।
মেকআপ শেষে
বর্ষাকালের জন্য একটি ভালো মেকআপ সেটিংস স্প্রে দরকারি জিনিস। এটি মেকআপকে দীর্ঘস্থায়ী করে, ত্বকে বজায় রাখে সতেজ ভাব।
Foundation
মেকআপ বজায় রাখার কয়েকটি টিপস
* হাতের কাছে টিস্যু পেপার বা ব্লটিং পেপার রাখুন। ত্বক ঘেমে গেলে বা তেলতেলে হলে আলতোভাবে চেপে নিয়ে পরিষ্কার করুন।
* যতটা সম্ভব পাউডারভিত্তিক পণ্য ব্যবহার করুন, কারণ ক্রিমভিত্তিক পণ্য বর্ষায় সহজেই গলে যায়।
* চুলে হালকা হেয়ার সিরাম বা অ্যান্টিফ্রিজ প্রডাক্ট ব্যবহার করুন যাতে চুল শুষ্ক না দেখায়।
বর্ষাকালে মেকআপের মূলমন্ত্রই হলো স্নিগ্ধতা, হালকা ভাব আর স্থায়িত্ব। আবহাওয়ার সঙ্গে মানানসই এমন সাজ বেছে নিন যা আপনার ত্বকের ধরন ও পোশাকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।