দাগছোপহীন মসৃণ ত্বক প্রত্যেক নারীরই কাঙ্ক্ষিত। তবে ভারী ফাউন্ডেশন দৈনন্দিন সাজে বেশিরভাগ সময় বেমানান লাগে। এজন্য কর্মজীবী নারী থেকে শুরু করে কলেজ-ভার্সিটির শিক্ষার্থীরা বেছে নেন বিবি (BB) ও সিসি (CC) ক্রিম। দুটোই ত্বককে মসৃণ ও দাগছোপহীন করে তোলে, তবে এদের মধ্যে রয়েছে কিছু পার্থক্য।
বিবি ক্রিম কী
এটি হলো ব্লেমিশ বাম এবং বিউটি বাম (Blemish Balm and Beauty Balm)। এটি ত্বককে হাইড্রেটেড রাখে, পরিষ্কার রাখে এবং সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষা দেয়। হালকা আবরণ তৈরি করলেও এটি ভারী মনে হয় না। ব্যবহারের পর মুখে প্রাকৃতিক উজ্জ্বলতা ফুটে ওঠে। তাই শুষ্ক ও সংবেদনশীল ত্বকের জন্য বিবি ক্রিম উপযোগী।
সিসি ক্রিম কী
সিসি ক্রিমকে বলা হয় রং সংশোধনকারী বা বর্ণ সংশোধনকারী (Color Correcting or Complexion Corrector) বলা হয়। এটি ত্বকের লালচেভাব কমায়, নিস্তেজ ত্বকে প্রাণ ফিরিয়ে আনে এবং অসমান ত্বকের রঙ সমান করে। সিসি ক্রিম সাধারণত বেশি পিগমেন্টেড এবং ম্যাট ফিনিশ লুক দেয়। ফলে তৈলাক্ত ত্বক বা যাদের ব্রণ, মেছতার দাগ রয়েছে তাদের জন্য এটি একটি কার্যকর সমাধান।
বিবি ও সিসি ক্রিমের মধ্যে পার্থক্য কী
বিবি ক্রিম: টিন্টেড ময়েশ্চারাইজারের মতো কাজ করে, হালকা কভারেজ দেয়, আর্দ্রতা বজায় রাখে এবং দৈনন্দিন ব্যবহারে আরামদায়ক।
সিসি ক্রিম: তুলনামূলকভাবে বেশি কভারেজ দেয়, দাগছোপ ঢাকে, ম্যাট লুক তৈরি করে এবং তেলতেলে ভাব কমায়।
কোনটি দৈনন্দিন ব্যবহারের জন্য ভালো
ত্বকের ধরন অনুযায়ী ক্রিম বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন সৌন্দর্য বিশেষজ্ঞরা।
* শুষ্ক ও সংবেদনশীল ত্বক বিবি ক্রিম ভালো।
* তৈলাক্ত ও দাগযুক্ত ত্বক সিসি ক্রিম বেশি কার্যকর।