সোনার প্রতি মানুষের আকর্ষণ যুগ যুগ ধরে অটুট। দাম যতই বাড়ুক, সোনার চাহিদা কমে না। বিয়ে-শাদি, উৎসব কিংবা বিশেষ অনুষ্ঠানে সোনা শুধুমাত্র অলংকার নয়, সম্পদ হিসেবেও অপরিহার্য। কিন্তু ব্যক্তির কাছ থেকে বা দোকান থেকে সোনা কেনার সময় প্রশ্ন আসে সোনা কি সত্যিই খাঁটি?
বিশেষজ্ঞরা বলছেন, কিছু সহজ পরীক্ষার মাধ্যমে খাঁটি সোনা চেনা সম্ভব। চলুন জেনে নিই পাঁচটি কার্যকর কৌশল
হলমার্ক পরীক্ষা
সোনার বিশুদ্ধতা যাচাই করার সবচেয়ে সহজ উপায় হল হলমার্ক দেখা। সাধারণত গহনার ভেতরের দিকে ১৮, ২২ বা ২৪ ক্যারেট লেখা থাকে। সংখ্যা যত বেশি, সোনার মান তত ভালো। তাই কেনার আগে অবশ্যই হলমার্ক পরীক্ষা করুন।
gold
নাইট্রিক অ্যাসিড পরীক্ষা
নাইট্রিক অ্যাসিড খাঁটি সোনার সঙ্গে কোনো প্রতিক্রিয়া দেখায় না, কিন্তু মিশ্র ধাতুর সঙ্গে বিক্রিয়া ঘটায়। সোনার একটি ক্ষুদ্র অংশ ঘষে অ্যাসিডের এক ফোঁটা দিলে রঙ অপরিবর্তিত থাকলে সোনা খাঁটি। রঙ সবুজাভ হলে সেটিতে তামা বা ব্রোঞ্জ মেশানো।
Gold
পানিতে ফেলা পরীক্ষা
খাঁটি সোনা পানির তুলনায় ভারী হওয়ায় দ্রুত ডুবে যায়। গহনাটি যদি ভেসে থাকে, তবে তা নকল।
চুম্বক পরীক্ষা
সোনা চুম্বকে আকৃষ্ট হয় না। শক্তিশালী চুম্বকের কাছে সোনার গহনা ধরলে যদি চুম্বকের সঙ্গে আটকে যায়, তবে এটি খাঁটি নয়।
Gold
স্ক্র্যাচ বা ঘষে দেখা
অনেক স্বর্ণকার কষ্টিপাথরে সোনা ঘষে বিশুদ্ধতা যাচাই করেন। ঘরে সামান্য ঘষে রঙ পরিবর্তন হলে বোঝা যায়, সোনার সঙ্গে মিশ্র ধাতু আছে।
বিশেষজ্ঞদের মতে, দোকান থেকেও কখনো প্রতারণার আশঙ্কা থাকে। তাই শুধু দাম নয়, খাঁটি সোনা কিনছেন কি না তা যাচাই করা অত্যন্ত জরুরি।