উৎসব পার্বন উদযাপনে বিশ্বরঙ সবসময়ই তাদের আয়োজনে বৈচিত্র্য নিয়ে আসে। দীর্ঘ ২৯ বছর ধরে দেশীয় সংস্কৃতিকে প্রধান্য দিয়ে এ কাজটি করে আসছে বিশ্বরঙ। ঈদের কেনাকাটা শেষে বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে এবং নতুন বছরের আনন্দকে রাঙিয়ে দিতে ফ্যাশন ব্রান্ড বিশ্বরঙ -এর এবারও রয়েছে বিশেষ প্রয়াস। বরাবরের মতোই দেশীয় কাপড় ও উপকরণ ব্যবহার করে ‘বিশ্বরঙ’ এবারেও বৈশাখী আয়োজনে পোশাকে দেশীয় ঐতিহ্যকে নান্দনিকভাবে উপস্থাপন করেছে।
বৈশাখী আয়োজনে পোশাকে ট্রেন্ডি এবং ট্রেডিশনাল লুকের নান্দনিক উপস্থাপন করেছে। দেশের আবহাওয়ার কথা মাথায় রেখে আরামদায়ক কাপড় ব্যবহারের পাশাপাশি রঙের ব্যবহারেও কনট্রাস্ট কালারের পাশাপাশি ম্যাচিউরড টোন এর পরিমিত ব্যবহার লক্ষণীয়। কাজের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, হ্যান্ড এমব্রয়ডারি, কারচুপি, নকশী কাঁথা জারদৌসীসহ মিশ্র মাধ্যমের নিজস্ব বিভিন্ন কৌশল। কালের আবর্তে প্রায় হারিয়ে যাওয়া আদিবাসী সম্প্রদায়ের হাতে তৈরি বাহারি রঙের ঐতিহ্যবাহী পোশাকে ব্যবহৃত নকশার অনুপ্রেরণায়। নারী ও শিশুদের জন্য নান্দনিক এসব কালেকশনে আছে ঐতিহ্য ও আভিজাত্যের ছোঁয়া। পাশাপাশি সব বয়সী পুরুষের পোশাক তো থাকছেই।
ক্রেতার উৎসব আনন্দে অনন্যা মাত্রা যোগ করার প্রয়াসে প্রতিবারের মতো এবারও নির্দিষ্ট পোশাকে রয়েছে ৫০% মূল্য ছাড়। নির্দিষ্ট শাড়িতে রয়েছে ২০% মূল্য ছাড় এবং বিভিন্ন ব্যাংক এর কার্ডে ১০% মূল্য ছাড় তো থাকছেই। শোরুমে গিয়ে কেনাকাটার পাশাপাশি যে কেউ ঘরে বসে অনলাইনে www.bishworang.com.bd এই ওয়েব পেইজ এবং BISHWORANG ফেইজবুক পেইজের মাধ্যমে অনলাইনে কেনাকাটা করতে পারবেন।