ফ্যাশন শব্দটাকে অনেকেই শুধু মেয়েদের বিষয় বলে মনে করেন। স্বাভাবিকভাবে যেহেতু মেয়েরা কখন, কোন ট্রেন্ড চলছে এটা দেখে নিজের সাজপোশাক করেন তাই বরাবরই ছেলেদের থেকে একটু এগিয়ে থাকেন তারা। বেশিরভাগ ছেলেরা নিজের পোশাক সম্পর্কে উদাসীন। পরিবেশ অনুযায়ী কিছু একটা পরে নিলেই এমনটাই ভাবেন তারা। তবে এটাও সত্যি পুরুষরাও এখন নিজেদের নিয়ে সচেতন। কিন্তু ফ্যাশন সংক্রান্ত কিছু কিছু ভুল এখনও করে বসেন তারা। চলুন আজ জেনে নেই তেমনই কয়েকটি ভুল যেগুলো ফ্যাশনেবল পোশাকের সৌন্দর্য নষ্ট করে দিতে পারে।
শার্টের সঙ্গে টাই: হাফ হাতা শার্টের সঙ্গে টাই খুবই বেমানান এটা অনেকেই বুঝে উঠতে পারেন না। হয়তো হলিউড-বলিউডের কোন নায়ককে পরতে দেখেছেন যেটা খুব ট্রেন্ডি মনে হচ্ছে, আসলে বিষয়টা তেমন নয়। ভুলেও এই ফ্যাশনের ফাঁদে পা ফেলবেন না। পরতে হলে অবশ্যই ফুল স্লিভ শার্টের সঙ্গে মানানসই টাই পরবেন।
ব্লেজারের সঠিক মাপ: কোন পার্টিতে বা দাওয়াতে অনেক সময়ে ব্লেজার পরতে হয়। অনেকেই আছেন যারা খুব একটা ব্লেজার পরেন না বা তার প্রয়োজনও পড়ে না। তবে কখনো কখনো এই পোশাকটি পরার প্রয়োজন পড়ে। এরা সাধারণত এমন সময় কারো কাছ থেকে নিয়ে বা যা হোক একটা কিনে কাজ চালাান। বেশিরভাগ ক্ষেত্রে এই ব্লেজার সঠিক মাপের হয় না। মনে রাখবেন ব্লেজারের সৌন্দর্যই এর সঠিক মাপে। খুব ঢিলা বা খুব আঁটোসাটো ব্লেজার ফ্যাশনের বারোটা বাজাতে যথেষ্ট।
জুতো ও বেল্টের সামঞ্জস্য: মেয়েরা কিন্তু পোশাকের পাশাপাশি ব্যবহৃত অনুষঙ্গ যেমন জতো, ব্যাগ এগুলোর মধ্যে সামঞ্জস্য তৈরি করে পরেন। পুরুষের বেলায় কিন্তু ফ্যাশন নিয়ম ঠিক রাখতে হলে জুতা এবং বেল্টের রঙয়ে সামঞ্জস্য থাকতে হবে। এটা বেশিরভাগ পুরুষই খেয়াল করেন না। তাড়াহুড়োয় এক রঙের বেল্টের সঙ্গে অন্য রঙের জুতা পরেই বেরিয়ে পড়েন তারা।
জামার হাতা গোটানো: ফুলহাতা শার্টের হাতা গুটিয়ে পরার স্টাইল বেশ জনপ্রিয় পুরুষদের মধ্যে। তবে হাতা গোটানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে হাতাদুটি যেন সমানভাবে গোটানো হয়। অসমানভাবে হাতা গোটালে দেখতে কখনওই ভালো লাগে না।
টি-শার্ট গুঁজে পরা: ফরমাল ফুল স্লিভ শার্ট প্যান্টে গুঁজে পরলে যে পুরুষদের অত্যন্ত স্মার্ট লাগে সে নিয়ে কোনও সন্দেহ নেই। তবে এই এক নিয়ম কিন্তু টি-শার্টের বেলায় খাটবে না। এভাবে কেউ যদি টি শার্ট পরেন সেক্ষেত্রে তা হলে সেটা হবে ভুল ফ্যাশনের পরিচায়ক। তবে পোলো শার্টের সঙ্গে কিন্তু এ ফ্যাশনটি চলতে পারে।