শীতকাল হল বিয়ের মৌসুম। একেবারেই নো মেকআপ বা কম মেকআপ করেও কী ভাবে ত্বকের যত্ন নিলে বিয়ের দিন কনে রূপকথার নায়িকা হয়ে উঠতে পারেন। আজ সেই টিপস জানাবো আপনাদের।
১. ক্লিনজিং: ত্বকের যত্নের ক্ষেত্রে ক্লিনজিং খুব গুরুত্বপূর্ণ ধাপ। হবু কনেরা তো বটেই, প্রত্যেকেরই এটা করা জরুরি। বাইরে থেকে ফিরেই ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। এতে ত্বকের রন্ধ্রে রন্ধ্রে জমে থাকা ধুলোবালি, ময়লা দূর হয়ে যাবে।
২. সানস্ক্রিন: রোদ থাকুক কিংবা না থাকুক, সানস্ক্রিন ব্যবহার করা বাধ্যতামূলক। অনেকেই যেটা করেন না। যার ফলে ত্বক রোদে পুড়ে যায়। মেকআপ করেও সেই দাগছোপ ঢাকা যায় না। সেক্ষেত্রে সানস্ক্রিন ব্যবহার করাই সবচেয়ে শ্রেয়। ত্বক এমনিতেই ঝলমলে দেখাবে।
৩. ময়েশ্চারাইজার: হবু কনের দৈনন্দিন রূপরুটিনে ময়েশ্চারাইজার থাকা অত্যন্ত জরুরি। ত্বকের টান টান এবং কোমল ভাব বজায় রাখতে, ময়েশ্চারাইজারের জুড়ি মেলা ভার। ময়েশ্চারাইজার ত্বকের কোমলতা ধরে রাখে।