নিজেকে সুন্দর লাগুক এমনটা সবাই চায়। কিন্তু এখন গরমকাল চলছে। এই গরমে মেকআপ ঠিক রাখা একটু কঠিন। তাই মেকআপ রাখুন হালকা।
মেকআপ
সাজার ক্ষেত্রে মেকআপের বিষয়টি সবার আগে মাথায় রাখতে হবে। কারণ মেকআপ ভালোভাবে করা না হলে দেখতে কিম্ভুতকিমাকার লাগে। আর গরমে মেকআপ গলে গিয়ে লেপ্টে যাওয়ার ভয় তো থাকেই। তাই মেকআপ কেনার আগে সবার আগে ভালো ব্র্যান্ড দেখে কিনতে হবে। সস্তা মেকআপ ত্বকের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। আর দেখার সৌন্দর্যও নষ্ট করবে অনেকখানি। তাই আপনার ত্বকের ধরন বুঝে মেকআপ কিনতে হবে। গরমে মেকআপের ক্ষেত্রে ভারী মেকআপ পুরোপুরি এড়িয়ে চলতে হবে। এর বদলে বেছে নিতে হবে হালকা ধরনের সাজ।
চোখের সাজ
চোখেও হালকা সাজ বেছে নিতে হবে। কারণ গরমের দিনে চোখ কিংবা ঠোঁট, ভারী সাজ একদমই মানানসই নয়। আইশ্যাডোর রং যেন খুব বেশি চকচকে না হয়, বরং বেছে নিতে পারেন ম্যাট কোনো আইশ্যাডো। পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে বা তার অপজিট রঙের হালকা শেডের আইশ্যাডো বেছে নিতে পারেন। আলাদা আইল্যাশ পরার প্রয়োজন নেই, কারণ যত বেশি ন্যাচারাল থাকবেন, দেখতে ততই ভালো লাগে। চাইলে চোখের কোলে হালকা করে কাজল টানতে পারেন।
গয়না
গয়নার বিষয়টি আসলে অনেকটাই নির্ভর করে রুচির ওপর। ঈদে কেমন গয়না পরবেন তা নির্বাচন করতে হবে আপনাকেই। অনেকে আবার বাড়তি গয়না পরতে পছন্দও করেন না। তবে আপনি যদি গয়নাপ্রেমী হন, এই দিনে হালকা ধাঁচের গয়নাই বেশি মানানসই হবে। বিশেষ করে দিনের বেলায়। আর রাতের দাওয়াত হলে একটু ভারী ধরনের গয়নাও পরতে পারেন। তবে সবটাই নির্ভর করছে আপনার বয়স, রুচি, সামাজিক অবস্থান সবকিছুর ওপর। ঈদে সাধারণত স্বর্ণ, রূপা, অক্সিডাইজ, গোল্ড প্লেটেড ইত্যাদির গয়নাই বেশি পরা হয়। মাটি, কাঠ, ফুল ইত্যাদির গয়না এ ধরনের উৎসবে খুব একটা মানানসই নয়।