বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিনটি রাশি ভেদে বিভিন্ন রকম প্রভাব নিয়ে এসেছে। ব্যক্তিগত সম্পর্ক, কর্মক্ষেত্র, আর্থিক অবস্থা ও শারীরিক সুস্থতা-সবকিছুতেই দেখা দিয়েছে মিশ্র সম্ভাবনার ইঙ্গিত। জেনে নিন আপনার রাশির ভিত্তিতে আজকের দিনের পূর্বাভাস।
মেষ (২১ মার্চ- ২০ এপ্রিল)
গড়পড়তা একটি দিন কাটাতে পারেন মেষ রাশির জাতক-জাতিকারা। পারিবারিক পরিবেশ শান্তিপূর্ণ থাকলেও কর্মক্ষেত্রে শত্রুপক্ষের চক্রান্তের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় মিশ্র প্রভাব দেখা দিতে পারে। আত্মীয়র কাছ থেকে পাওয়া বার্তা মন অস্থির করে তুলতে পারে।
বৃষ (২১ এপ্রিল- ২১ মে)
শুভ দিনের ইঙ্গিত মিলেছে বৃষ রাশির জন্য। কর্মক্ষেত্রে এবং ব্যবসায় দু’ক্ষেত্রেই সাফল্য আসতে পারে। পরিশ্রমের উপযুক্ত ফলাফল মিলবে। অর্থ লাভের যোগ রয়েছে। তবে প্রেমে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে।
মিথুন (২২ মে- ২১ জুন)
বাইরের জীবনে আনন্দ থাকলেও পারিবারিক টানাপড়েনে মন চঞ্চল থাকবে। প্রেমে হতাশা আর দাম্পত্য কলহের আশঙ্কা রয়েছে। যদিও কর্মক্ষেত্রে সাফল্যের খবর আসতে পারে, তবুও পারিবারিক উদ্বেগ সারাদিন ঘিরে রাখবে।
কর্কট (২২ জুন- ২৩ জুলাই)
পারিবারিক পরিবেশ শান্ত থাকলেও প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। নেতিবাচক আলোচনায় জড়ানো থেকে বিরত থাকতে হবে। কর্মক্ষেত্রেও কিছু সমস্যা দেখা দিতে পারে।
সিংহ (২৪ জুলাই- ২৩ আগস্ট)
আজ কর্মক্ষেত্রে দিনটি শুভ যাবে। শরীরগত দুশ্চিন্তা কেটে যাবে। অর্থপ্রাপ্তির সম্ভাবনা ভালো। উপহার পাওয়ারও সম্ভাবনা রয়েছে। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যের পরামর্শ আপনার কাছে বিরক্তির কারণ হতে পারে।
কন্যা (২৪ আগস্ট- ২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে সফলতা আসতে পারে নতুনভাবে। নতুন যোগাযোগের মাধ্যমে লাভের সম্ভাবনা তৈরি হবে। কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগও তৈরি হতে পারে।
তুলা (২৪ সেপ্টেম্বর- ২৩ অক্টোবর)
চাকরির ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিতে পারে। তবে ব্যবসায় আর্থিক লাভের ইঙ্গিত মিলেছে। প্রেম ও দাম্পত্য জীবনে মতবিরোধ দেখা দিতে পারে। ভ্রমণের সুযোগ আসতে পারে।
বৃশ্চিক (২৪ অক্টোবর- ২২ নভেম্বর)
ব্যবসায় অনিশ্চয়তা কিছুটা কাটতে পারে। উন্নতির সুযোগ রয়েছে। অর্থপ্রাপ্তির সম্ভাবনা ভালো। তবে শরীর নিয়ে চিন্তা থাকতে পারে। কর্মস্থলে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে।
ধনু (২৩ নভেম্বর- ২১ ডিসেম্বর)
ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি লাভজনক। তবে পারিবারিক অশান্তি চিন্তার কারণ হতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে সময় কাটবে আনন্দে। নিকট আত্মীয়র কাছ থেকে শুভ বার্তা পেতে পারেন।
মকর (২২ ডিসেম্বর- ২০ জানুয়ারি)
কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হলেও তা দীর্ঘমেয়াদে উন্নতির দিকেই যাবে। চাকরিতে খুব একটা পরিবর্তন না এলেও ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে।
কুম্ভ (২১ জানুয়ারি- ১৯ ফেব্রুয়ারি)
মঙ্গল যোগ শক্তিশালী হচ্ছে কুম্ভ রাশির জন্য। পরিবার বা কর্মস্থলের বিশেষ এক চিন্তা থেকে মুক্তি মিলতে পারে। প্রেমের দিকটি শুভ নয়। পরিবারের কোন প্রবীণ সদস্যের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে।
মীন (২০ ফেব্রুয়ারি- ২০ মার্চ)
ব্যবসায়ে দুর্বলতা দেখা দিতে পারে। পরিকল্পনাহীন খরচে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে নতুন সমস্যার মুখোমুখি হতে হতে পারেন। পরিবারের কারো সঙ্গে তর্কে জড়ানোর আশঙ্কাও রয়েছে।