আজ কোন রাশির জাতকের কেমন কাটবে দিন

আজকের দিন নতুন সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছে। জীবনের প্রতিটি দিন যেমন আমাদের নতুন অভিজ্ঞতা দেয়, তেমনি বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আপনার দিন কেমন কাটতে পারে, সেটিই জানাচ্ছে আজকের রাশিফল।

মেষ/ এরিস (মার্চ ২১ – এপ্রিল ২০)

আজ কাজের ব্যাপারে একটু বেশি উদ্যোগী হতে হবে। কোনও নারীর জন্য আনন্দ বৃদ্ধি পেতে পারে। চাকরির স্থানে উন্নতির যোগ লক্ষ করা যাচ্ছে। ব্যবসায়ে ভাল কিছু ঘটতে পারে। তবে প্রিয়জনের কারণে ব্যবসায় অশান্তি হতে পারে। ব্যয় বাড়তে পারে। কোনও কাজে বারবার চেষ্টা করেও বৃথা হতে পারেন, তবে হাল না ছাড়লে আপনি করে দেখাতে পারবেন। কুচিন্তার কারণে মনঃকষ্ট বাড়বে। কোনও বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে নতুন সহকর্মী তৈরি হবে। সামাজিক সম্মান পাবেন।

বৃষ/ টরাস (এপ্রিল ২১ – মে ২১)

আজ ব্যবসায় তর্কের কারণে ক্ষতি ডেকে আনতে পারেন। তবে আর্থিক সুবিধাও পেতে পারেন। পরিবারে বিবাদের আশঙ্কা। কোনও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে মালিকের বশ্যতা স্বীকার করতে হতে পারে। চাকরির স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান। কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে। ব্যবসায় আয় বৃদ্ধির নতুন উৎস খুলবে। রাজনীতিতে উচ্চপদ পেতে পারেন। কোনও আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে।

মিথুন/ জেমিনি (মে ২২ – জুন ২১)

আজ কোনওভাবে ব্যয় বাড়তে পারে। সম্মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। কোনও কাজে সময় নষ্ট হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মনঃকষ্ট। চাকরির শুভ যোগাযোগ আসতে চলেছে, কাজের চাপ বৃদ্ধি পাবে। ব্যবসায় চাপ বাড়তে পারে। কোনও গুরুত্বপূর্ণ কাজে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন। বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন। অশান্তির থেকে দূরে থাকুন।

কর্কট/ ক্যান্সার (জুন ২২ – জুলাই ২৩)

আজ সংসারে ব্যয় বৃদ্ধি পাবে। বাড়তি খরচের জন্য চিন্তাও বাড়বে। বাসায় বিবাদের জন্য মনঃকষ্ট। ব্যবসার ক্ষেত্র শুভ। দুপুরের পরে একটু সাবধানে থাকুন, কোনও বিপদের খবর পেতে পারেন। কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। সামাজিক সুনাম লাভের যোগ রয়েছে। ভুল কথার জন্য বিবাদ হতে পারে।

সিংহ/ লিও (জুলাই ২৪ – আগস্ট ২৩)

আজ মনে দুর্বুদ্ধির উদয় হতে পারে। ব্যবসায় শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে। ব্যবসায় অভাবের পরিমাণ বাড়তে পারে। অসৎ কোনও কাজের জন্য মনঃকষ্ট। ব্যবসায় পরিবর্তনের যোগ রয়েছে। কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে। আজ সবকিছুর জন্যই একটু ধৈর্য ধরতে হবে। কর্মক্ষেত্রে আজ অহেতুক দৌড়াদৌড়ি হবে। অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন। ব্যবসা-ভাগ্য মধ্যম।

কন্যা/ ভার্গ (আগস্ট ২৪ – সেপ্টেম্বর ২৩)

খারাপ সঙ্গ থেকে সাবধান থাকুন। আজ কোনও নিকটাত্মীয়ের চক্রান্তে সংসারে বিবাদ হতে পারে। লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে। ব্যবসায় সমস্যা বাড়তে পারে। ব্যবসায় কিছু ঝুঁকি থাকবে, কিন্তু লাভ বাড়বে। দুপুরের পরে ব্যবসা নিয়ে বিশেষ আলোচনা করতে পারেন। বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে। বাড়তি উপার্জনের যোগ রয়েছে। কারও দ্বারা বিভ্রান্ত হতে পারেন।

তুলা/ লিব্রা (সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩)

কাজের ব্যাপারে ভাল যোগাযোগ আসতে পারে। আজ খরচ বৃদ্ধি পেতে পারে। সন্তানের ব্যবহারে কষ্ট পেতে পারেন। স্ত্রীর কোনও কাজে আপনাকে হতভম্ব হতে হবে। কোনও কর্মসংস্থানের সন্ধান সম্পন্ন হবে। পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে। ব্যবসায় একটু চাপ বাড়তে পারে। বুদ্ধির ভুলে কাজে ত্রুটি হতে পারে।

বৃশ্চিক/ স্করপিও (অক্টোবর ২৪ – নভেম্বর ২২)

আজ বুদ্ধির ভুলে ক্ষতি হতে পারে। ব্যবসায়ে কর্মচারীর সঙ্গে বিবাদে হতে পারে। আপনি মালিক পক্ষ হলে সংযত থাকুন। বুদ্ধির জোরে শত্রুজয়ের আনন্দ। কোনও ক্ষতির থেকে একটুর জন্য রক্ষা পাবেন। বাসায় খরচ বৃদ্ধি পাবে। সন্তান নিয়ে দুশ্চিন্তা থাকবে। ব্যবসায় উন্নতির সম্ভাবনা থাকবে। চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। কর্মস্থানে ব্যস্ততার কারণে শরীরের কষ্ট বৃদ্ধি।

ধনু / স্যজিটেরিয়াস (নভেম্বর ২৩ – ডিসেম্বর ২১)

আজ কোথাও ভ্রমণ করতে পারেন। তবে সাবধান থাকুন, বাড়িতে চুরির আশঙ্কা রয়েছে। মিথ্যা বদনাম থেকে সাবধান থাকুন। বাড়তি ব্যয়ের জন্য ব্যবসায় চাপ। শত্রুর বদমাইশির জন্য ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে। সব থেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে। ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে। শরীরে কষ্টের কারণে কাজের প্রতি অনীহা আসতে পারে।

মকর/ ক্যাপ্রিকন (ডিসেম্বর ২২ – জানুয়ারি ২০)

আজ ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই ভালো। ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক বাধতে পারে। তবে ব্যবসায় উন্নতির ইঙ্গিত। চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে। তবে চাকরির স্থানে জটিলতার জন্য দুশ্চিন্তা বাড়তে পারে। পরিবারের সঙ্গে বিশেষ আলোচনা করতে পারেন। দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে। অর্থের ব্যাপারে চাপ বৃদ্ধি। অন্যের উপকারের জন্য ব্যয় বৃদ্ধি পাবে। কোনও আত্মীয়ের সঙ্গে সামান্য বিষয় নিয়ে তর্ক বাধতে পারে। অহেতুক ক্রোধ বাড়তে পারে।

কুম্ভ/ অ্যাকুইরিয়াস (জানুয়ারি ২১ – ফেব্রুয়ারি ১৯)

আজ কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। তবে কাজের চাপ বাড়তে পারে। শেষ মুহূর্তে আটকে যাওয়ায় কাজে মানসিক চাপ বৃদ্ধি পাবে। দাম্পত্যে বিবাদ হতে পারে। কুকথা বলার জন্য অনুতাপ। কারও দ্বারা সংসারে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। বুঝে খরচ করুন। সংসারের দায়িত্বগুলো দ্রুত সেরে ফেলুন। প্রাত্যহিক কাজে বাধা আসতে পারে। বিদেশে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে।

মীন/ পিসেস (ফেব্রুয়ারি ২০ – মার্চ ২০)

আজ কর্মক্ষেত্র পরিবর্তনের সুযোগ আসতে পারে। ব্যয় অতিরিক্ত পরিমাণে বাড়তে পারে। আর্থিক উন্নতির জন্য খুব ভাল সময়। সকালের দিকে কোনও দুশ্চিন্তা মাথা খারাপ করবে। প্রতিবেশীদের সঙ্গে আজ বিবাদে যাবেন না। দাম্পত্যে শান্তি পাবেন। তবে শত্রু থেকে সাবধান থাকুন। কোনও আশা নষ্ট হতে পারে। কিছু ভালো খবর পাবেন। কোনও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য পাবেন। দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার।