কোন রাশির জাতকের কেমন কাটবে দিন

জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। বুধবার (২৯ অক্টোবর) দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কিভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।

মেষ / এরিস (মার্চ ২১ – এপ্রিল ২০): দিনটাতে পরিবারের কোনও কারণে আশঙ্কা থাকবে। আজ বেশ কিছু আর্থিক ব্যয় হবে। আজ কর্মক্ষেত্রে অনেক কিছু শিখবেন। নানা কিছু বিষয়ের সম্মুখীন হতে পারেন। ভ্রমনের পরিকল্পা করতে পারেন। প্রেমে কিছু সারপ্রাইজ পেতে পারেন।

বৃষ / টরাস (এপ্রিল ২১ – মে ২১): দিনটাতে স্বাস্থ্যের যত্ন নিন। ব্যবসায়ে দীর্ঘস্থায়ী বিনিয়োগ থেকে লাভ পাবেন। আর্থিক প্রদান সুবিধাজনক প্রমাণিত হবে। ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। কর্মক্ষেত্রে লাভের মুখ দেখবেন। কোনও খুশির খবর পেতে পারেন, যার দ্বারা হতাশা থাকবে না।

মিথুন/ জেমিনি (মে ২২ – জুন ২১): আজ সামান্য কিছুতেই মন বসবে না। দিনটিতে কাউকে ঋণ দিতে যাবেন না। তার অর্থ ফেরত পেতে মুশকিলে পড়বেন। পরিবারের সদস্যদের সাথে আনন্দ এবং দুঃখ ভাগ করে নেবেন। কর্মক্ষেত্রে আজ বিরোধে যাবেন না। কর্মযোগে কিছু জটিল পরিস্থিতি তৈরি হতে পারে।

কর্কট/ ক্যান্সার (জুন ২২ – জুলাই ২৩): দিনটাতে আপনার আচরণ অন্যকে মুগ্ধ করবে। আজ অর্থ আদায় কারো সহযোতিা পাবেন না। আজ বুদ্ধিমানের মত আচরণ করুন। অনুতাপ করবেন না। বিশেষ পরিকল্পনায় দিন ভাল যাবে।

সিংহ / লিও (জুলাই ২৪ – আগস্ট ২৩): দিনটিতে কিছুটা বিবেচক হতে হবে। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে থাকলে লাভ হবে। অনেকের দ্বারা আজকে আকর্ষিত হতে পারেন। কর্মক্ষেত্রে যোগাযোগ বাড়বে। পেটের সমস্যা হতে পারে।

কন্যা/ ভার্গ (আগস্ট ২৪ – সেপ্টেম্বর ২৩): দিনটাতে পারিবারিক গোলযোগ বাধতে পারে। আজ প্রেম সম্পর্কে ভেবে চিন্তে এগোন। বেশকিছু ঘটনা আজকে হতাশ করতে পারে। পরিচিত জনদের সূত্রে অর্থ উপার্জন করতে পারেন। সহকর্মীকে মনের কথা বলতে পারেন।

তুলা/ লিব্রা (সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩): দিনটিতে উদার মানসিকতা থাকবে। বর্তমান অবস্থা নিয়ে অভিযোগ করতে পারেন। মন ভালো থাকবে। কর্মক্ষেত্রে দৈনন্দিন জীবনে সতর্কতা থাকুন। নিজেকে শান্ত রাখুন। বিস্ময়কর কোনও খবর পাবেন।

বৃশ্চিক/ স্করপিও (অক্টোবর ২৪ – নভেম্বর ২২): আজ কোনওভাবে প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন পাবেন। কর্মক্ষেত্রে উৎসাহ থাকবে। তবে সহকর্মীর থেকে নিন্দা পেতে পারেন। ব্যবসায় আর্থিক লাভ হবে। ব্যবসায় নতুন উন্নতিভাবে হবে। সাম্প্রতিক জীবনে উন্নতি আসবে। বেশ কিছু অভিজ্ঞতা লাভ করবেন।

ধনু/স্যজিটেরিয়াস (নভেম্বর ২৩ – ডিসেম্বর ২১) : দিনটাতে স্বাস্থ্যের অবনতি ঘটবে। নিজের ভবিষ্যতকে সমৃদ্ধ করুন। ব্যবসায়িকক্ষেত্রে অর্থ বিনিয়োগ করতে পারেন। উচ্ছাস অনুভব করবেন। আজ সারাদিন ব্যস্ত থাকবেন। প্রেম প্রস্তাব পেতে পারেন।

মকর/ ক্যাপ্রিকন (ডিসেম্বর ২২ – জানুয়ারি ২০) : দিনটাতে কর্মস্থানে উদ্দীপনা থাকবে। আর্থিক ঝামেলা মিটে যাবে। সহকর্মীর সাথে সমস্যা মিটে যাবে। ব্যবসায়িক কিছু ঝামেলায় জড়াতে পারেন। প্রেমে উজ্জ্বল সুন্দর জীবনে প্রবেশ করবেন।

কুম্ভ/ অ্যাকুইরিয়াস (জানুয়ারি ২১ – ফেব্রুয়ারি ১৯): আজ মানসিক ভাবে নিজেকে শক্ত রাখুন। কোনও সমস্যায় পড়তে পারেন। কর্মক্ষেত্রে কোনওভাবে জটিলতা বাড়তে পারেন। অর্থের গুরুত্ব এখনও আপনি ভালভাবে বোঝেন না। ভবিষ্যতে অর্থ সঞ্চয় করতে হবে।

মীন/ পিসেস (ফেব্রুয়ারি ২০ – মার্চ ২০): আজ কোনও কারণে মেজাজ চড়া থাকবে। আকস্মিক বার্তা অনেক কিছু শেখাবে। ব্যবসায়িক উপার্জনের সুযোগ পাবেন। সহকর্মীদের সাথে ভালো সময় নাও কাটতে পারে। আর্থিকভাবে সবল থাকবে।