মিরপুরে রেড এর নতুন শাখা

১৭ ফেব্রুয়ারি মিরপুরের ১২ নম্বর সেকশনের (রোড ২, হাউস ২৭) মেট্রো রেলস্টেশনের কাছেই দেশের অন্যতম সৌন্দর্যসেবা কেন্দ্র রেড-এর নতুন এ শাখা উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অভিনয়শিল্পী, সংগীতশিল্পী, ব্লগার, ফ্যাশন ডিজাইনার, ইনফ্লুয়েন্সার, নিউট্রিশানিস্ট ছাড়াও রেডের লয়্যাল কাস্টমাররা। সূচনা অনুষ্ঠান উপলক্ষে ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে রেডের নতুন আউটলেটের চারপাশের রাস্তায়। পরে কেক কেটে আনুষ্ঠানিক পথচলা শুরু হয় রেড বাই আফরোজা পারভীনের।

রেডের উদ্বোধন উপলক্ষে বিকেল থেকেই ছিল মেহেদি উৎসব। অতিথিরা মেহেদির রঙে রাঙিয়েছেন নিজেদের; যা এ অনুষ্ঠানে যোগ করেছে বিশেষ মাত্রা। একটি তিন তলা বাড়ির পুরোটাজুড়েই থাকছে রেড। ৫০০০ স্কোয়ার ফুটের এ বিস্তৃত পরিসরে আছে নানা ধরনের সেবা গ্রহণের ব্যবস্থা। স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, হেয়ারস্টাইল, পেডিকিউর, মেনিকিউর, রিবন্ডিং, নেল এক্সটেনশন ইত্যাদি সেবা ছাড়াও প্রাকৃতিক (আয়ুর্বেদ) সৌন্দর্য সেবাসহ অত্যাধুনিক ব্যবস্থাপনায় সব ধরনের সেবা পাওয়া যাবে।