শরীরের সবচেয়ে অনুভূতিপ্রবণ অংশ হলো আমাদের ত্বক। প্রকৃতির রূপ বদল হোক কিংবা শরীরের অভ্যন্তরীণ হেরফের সব কিছুর ঝাঁপটা এসে লাগে ত্বকে।
গ্রীষ্মের এই প্রখর রোদে যারা রোজ বাড়ির বাইরে বের হচ্ছেন বা যারা এই গরমে দীর্ঘ সময় রান্নাঘরে থাকছেন, তাদের ত্বক বিভিন্নভাবে ক্ষতির মধ্যে পড়ছে। এই সময়ে ত্বকের ঠিকঠাক যত্ন না নেয়া হলে অল্প সময়েই ত্বকে কালো দাগ পড়বে, ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস সহ নানা সমস্যা বাড়বে।
কোনো খরচাপাতির বিষয় নেই, খুব সাধারণ ত্বকের সৌন্দর্য ধরে রাখা ও বৃদ্ধির জন্য লাগবে এক টুকরো বরফ। হ্যাঁ ঠিকই শুনছেন। রূপচর্চায় আইস তথা বরফের ব্যবহার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আপনি নারীই হোন বা পুরুষ, ত্বকের কালো ছোপ মিটাতে, ডার্ক সার্কেল দূর করতে এবং মুখকে সবসময় সতেজ রাখতে বরফের তুলনা নেই।
চলুন দেখে নেওয়া যাক আইস কিউবের ব্যবহার-
* ত্বক পরিষ্কার রাখতে ত্বকে আইস কিউব ব্যবহারের অন্যতম সুবিধা হলো প্রদাহ,জ্বালা এবং লালভাব কমাতে সহায়তা করে। মুখে একটি আইস কিউব ঘঁষুণ। এটি ত্বকের ছিদ্রগুলি বন্ধ করবে। ফোলাভাব কমাবে। সঙ্গেই ত্বকের উজ্জ্বলতা বাড়াবে।
* পরিষ্কার এবং মসৃণ ত্বক পেতে আইস কিউব নিয়মিত ব্যবহার করুন। বরফ মুখে ঘঁষে কমিয়ে ফেলুন বয়সের ছাপ। নিয়মিত এটা করলে বলিরেখা কমে যায়। ত্বককে টানটান করে। রক্ত সঞ্চালন বাড়ায়। ত্বকের কোলাজেন উৎপাদন বেড়ে যায়।
* চোখের নীচে কালো দাগ দূর করতে সক্ষম ঘুমে সমস্যা হলে চোখের নীচে কালি পড়ে। চোখের ফোলাভাব বেড়ে যায়। এই সমস্যা দূর করতে আইস কিউব ব্যবহার করুন। চোখের নীচে আইস কিউব প্রয়োগ করলে ফোলাভাব কমে যায়, কালো দাগও কমে।
* রক্ত সঞ্চালন উন্নত করে ত্বকে আইস কিউব ঘঁষলে রক্ত সঞ্চালন উন্নত হতে পারে। ত্বকে বরফ প্রয়োগ করলে ঠাণ্ডা তাপমাত্রার কারণে রক্তনালীগুলি সংকুচিত হয়। এরপর আবার প্রসারিত হয়। যা রক্ত প্রবাহ বাড়িয়ে তুলতে পারে। এটি আপনার ত্বককে আরও উজ্জ্বল করে তুলতে পারে।
*এই গরমে মেকআপ করার আগে আপনার ত্বকে আইস কিউব প্রয়োগ করুন। এতে ত্বকে মেকআপ আটকে থাকবে। আইস কিউব ত্বকের ছিদ্রগুলি আটকে রাখে। ত্বক থেকে অতিরিক্ত তেল কমাতে সহায়তা করে। এতে মেকআপ অনেকক্ষণ স্থায়ী হয়।
* গরমে ত্বক রোদে পুড়ে যায়। ত্বকে অনেক সময় ফুসকুড়ি দেখা দেয়। এক্ষেত্রে আইস কিউব আপনাকে সেরা ফল দেবে। আক্রান্ত স্থানে বরফ প্রয়োগ করুন। এটি ত্বকের সংবেদনশীলতা কমাবে।
ব্যবহার করবেন কীভাবে- আইস কিউব সরাসরি ব্যবহার করলে ত্বকে র্যাশ বা চুলকানি হতে পারে। তাই সুতির কাপড়ে কয়েক টুকরো আইস কিউব নিয়ে ভালো করে বেঁধে ব্যবহার করুন। এছাড়া আজকাল আইস রোলার পাওয়া যায়, যার মধ্যে বরফ জমিয়ে ব্যবহার করা যায়। সার্কুলার মোশনে আলতোভাবে দিনে দুইবার দুই মিনিটের জন্য ব্যবহার করে দেখুন ত্বক কতটা স্বস্তি পাচ্ছে।