নিখুঁত ত্বকের জন্য চাই ক্লিংজিং 

সুস্থ, সুন্দর, নিখুঁত ত্বক চান? তাহলে বিজ্ঞাপনের মোহে পড়ে কেমিক্যালযুক্ত বিউটি প্রোডাক্ট কিনে আলমারি ভরে ফেলবেন না। নিজের ত্বকের প্রতি যত্নবান হওয়ার সবচেয়ে বড় উপায় হলো ত্বকটাকে পরিষ্কার রাখা। আপনি হয়তো ভাবছেন, দিনে কতোবার মুখ ধোয়া হয়, গোসল করা হয় তারপরও মুখে ময়লা থাকে নাকি! কিন্তু পানির ঝাপটা দিয়ে এই ধুয়ে ফেলার মাধ্যমে  ত্বকের প্রকৃত ক্লিনজিং তেমন হয়না।

আপনি নারী-পুরুষ যেই হোন না কেন, ত্বকের রোমকূপে জমে থাকা থাকা ধুলো-ময়লা  নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন। ব্রণ, বলিরেখা, পিগমেনটেশন ইত্যাদি যেকোনো সমস্যা রোধ করতে ডিপ ক্লিনজিং জরুরি। ক্লিনজিং ত্বকের রোমকূপের গভীরে প্রবেশ করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। ত্বককে দূষণমুক্ত রাখতে স্কিন কেয়ার রুটিনে ক্লিনজিং অন্তর্ভুক্ত করতেই হবে।  

এই প্রচণ্ড গরমে অনেকেই দিনে দুই-তিনবার গোসল করেন। পানি, সাবান, শ্যাম্পু দিয়ে বেশ সময় গোসল করার ফলে নিয়ে ত্বকের নিজস্ব স্বাভাবিক যে তেল থাকে, তা ধুয়ে যায়। পরিচ্ছন্নতার জন্য শরীরে পানি ঢেলে নিতেই পারেন। তবে ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে তোয়ালে দিয়ে মুখ হালকা হাতে আলতোভাবে চেপে চেপে মুখ মুছে নিন। এতে পানি মুছে মুখ শুকনো হয়ে যায়। তোয়ালে দিয়ে খুব ঘঁষে মুখ মুছবেন না। এতে ত্বকের কোমলতা নষ্ট হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে এবং রাতে শোয়ার আগে একবার করে ফেসওয়াস করতে পারেন। তবে ত্বক পরিষ্কারের এই কাজটা বাড়িতে নিজের ত্বকের ধরন অনুযায়ী তৈরি করে নেয়া ক্লিনজার দিয়ে করলে বেশি উপকার পাবেন। কোন ত্বকের জন্য বাড়িতে কীভাবে ক্লিনজার তৈরি করবেন, চলুন জেনে নেই সেই পদ্ধতিগুলো।

 

CARE OF SKEN

তৈলাক্ত ত্বকের জন্য
আধা  কাপ গরম পানিতে পাঁচ ফোঁটা ট্রি এসেনশিয়াল অয়েল দিয়ে, তাতে জোজোবা অথবা ক্যাস্টর অয়েল এক টেবিল চামচ দিয়ে ভাল করে মিশিয়ে, তুলো দিয়ে মুখে লাগিয়ে দু'মিনিট পরে তা মুছে নিতে হবে। এছাড়াও তৈলাক্ত ত্বকে ঝলমলে ভাব আনতে এক চামচ মধু ও দুই চামচ কাঁচা দুধ ভাল করে মিশিয়ে হালকা হাতে মুখে ম্যাসাজ করে তারপর হালকা গরম পানিতে ধুয়ে ফেলতে হবে।

স্পর্শকাতর ত্বকের জন্য
এই ধরনের ত্বক যাদের তাদের রোদে বের হলে মুখ লাল হয়ে যায়, চুলকানিসহ নানা সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে  অ্যালোভেরা জেল এক টেবিল চামচ, ল্যাভেন্ডার অয়েল পাঁচ ফোঁটা, মধু কয়েক ফোঁটা মিশিয়ে মুখে লাগিয়ে দু'মিনিট পরে মুখ ধুয়ে নিলে উপকার পাওয়া যাবে।

শুষ্ক ত্বকের জন্য
এ ধরণের ত্বকের পরিচ্ছন্নতায় দুই চামচ টকদই, মধু এক চামচ ও এক চামচ অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে হালকা হাতে মুখে ম্যাসাজ করে দু'মিনিট পরে  হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। এছাড়াও এ ধরনের ত্বকের ক্ষেত্রে  ক্লিনজার হিসেবে আনারসের রস ও বেকিং সোডার মিশ্রণ বিশেষ উপকারী।
তবে মনে রাখবেন, ক্লিনজিং করার আগে অবশ্যই মুখ পানি দিয়ে ধুয়ে নেওয়া উচিত।