শিশুদের ঈদ পোশাকে সেজেছে কে ক্র্যাফট

আর কদিন পরই শুরু হচ্ছে রোজা। পবিত্র এ মাসটিতে নানা ব্যস্ততায় কাটবে বলে অনেকেই এখনই সেরে ফেলছেন ঈদের কেনাকাটা। ঈদের পোশাক নিয়ে শিশুদের মাঝেই থাকে বেশি উচ্ছ্বাস ও আগ্রহ। তাই ঈদের বাজার করার শুরুতেই  বাড়ির ছোটদের পোশাকের কথাই মনে হয় আমাদের।

যেহেতু ঈদ আসতে আসতে গরম পড়ে যাবে। তাই উৎসবের দিনগুলোতে পরিবেশ ও আবহাওয়ার সাথে শিশুদের আরাম ও স্বস্তিদায়ক হবে এমন পোশাক নিয়ে ইতোমধ্যে সেজে উঠেছে কে ক্র্যাফট। ফেব্রিক এবং রঙকে সময়োপযোগী করে তৈরি করা হয়েছে শিশুদের পোশাকগুলো।

WhatsApp Image 2024-03-07 at 9.16.39 AM

উৎসব ভিত্তিক পোশাক আয়োজনে মেয়ে শিশুদের জন্য থাকছে, সালোয়ার কামিজ, ফ্রক, কুর্তি, টপস, লেহেঙ্গা সেট, টপস সেট, স্কার্ট, পার্টি ফ্রক, টপস-কটি সেট, পালাজো। ছোট ছেলেদের পোশাক আয়োজনে নানা রঙের পাঞ্জাবি, হাফহাতা শার্ট এবং ফতুয়া। এছাড়া ছোট মেয়েরা বোন অথবা মায়ের সাথে মিলিয়ে পরার জন্য পেয়ে যাবে সালওয়ার কামিজ ও কুর্তি। বাবা ও ছেলের জন্য একই রকম পাঞ্জাবি, শার্ট, ফতুয়া থাকবে বরাবরের মতো।

ফ্লোরাল, মুঘল, জ্যামিতিক, জামদানি, কাশ্মীরি, বেলারুশ, ম্যান্ডালা, এথনিক, ছাড়াও আরও অন্যান্য মোটিফ ফুটিয়ে তুলতে পোশাকে অনেক রকম প্রিন্ট থাকছে। হাতের কাজ, কারচুপি, টাই-ডাই এর কাজ রয়েছে কমবেশি। এছাড়াও ডিজাইনের প্রয়োজনে নেট ফেব্রিক, লেইস, বিড এবং মেটালের ব্যবহার হয়েছে।

WhatsApp Image 2024-03-07 at 9.16.39 AM (1)

গ্রীষ্মের আবহাওয়ার কথা চিন্তা করে বৈচিত্র্যময় রঙয়ে কাপড়ের বেলায় কটন, জ্যাকার্ড কটন, টু-টোন, নিব কটন, জর্জেট, ভয়েল, সুইস কটন, লিনেন, মমো সিল্ক, ক্যাশমিলন, ডুপিয়ন সিল্ক, দুবাই সিল্ক, পেপার সিল্ক, ভিসকোস ফেব্রিককে প্রাধান্য দেওয়া হয়েছে।

কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লার সকল শো-রুমে পাওয়া যাবে শিশুদের পোশাক। পাশাপাশি  অনলাইন শপ kaykraft.com এবং ফেসবুক পেজ থেকেও শিশুদের ঈদ আয়োজন এর পোশাক কিনতে পারবেন।