আজকাল পাকা চুল দেখে কারো বয়স বোঝার উপায় নেই। অকালে চুল পাকা যেন একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। হবে নাই বা কেন? অনিয়ন্ত্রিত খাদ্যাভাস, পরিবেশ দূষণ সব কিছুর বিরূপ প্রভাব পড়ছে চুলেও। ফলে অনেকেই বাধ্য হয়ে চুলে কলপ বা কালার করাচ্ছেন। তবে বাজার থেকে কেনা এসব পণ্য ক্ষতি করে দিতে পারে আপনার চুলের। এর রাসায়নিক উপাদান চুল রাঙালেও নষ্ট করছে বাকি চুলগুলোকে। পাকা চুল ঢাকতে তাই প্রাকৃতিক বিকল্প খোঁজা প্রয়োজন। হাতের কাছেই পাওয়া যাবে এমন কিছু উপকরণ দিয়ে কীভাবে চুলকে কালো ও সুন্দর করবেন, চলুন জেনে নেওয়া যাক সে পদ্ধতি।
চা-পাতা
এক কাপ পানিতে দু’চামচ চা পাতা দিয়ে ফোটান। ফুটে গেলে চা ঠাণ্ডা করে ছেঁকে নিন। চুল আর মাথায় এই চা ঢেলে মিনিট দুয়েক মাসাজ করে এক ঘণ্টা রেখে দিন। এক ঘণ্টা পর কোমল সালফেট-বিহীন কোমল শ্যাম্পু দিয়ে ধুয়ে পরে কন্ডিশনার দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে দু’ থেকে তিনবার করতে হবে।
নারকেল তেল ও লেবুর রস
দুই টেবিল চামচ নারকেল তেলে দুই চা চামচ লেবুর রস মিশিয়ে হালকা গরম করে নিন। এবার মাথার তালু আর চুলে মিশ্রণটা ভালোভাবে ম্যাসাজ করে আধ ঘণ্টা রাখুন। কোমল শ্যাম্পু আর কন্ডিশনার দিয়ে ধুয়ে ফেলুন।
কারিপাতা
তিন টেবিল চামচ নারকেল তেলে একমুঠো কারিপাতা দিয়ে ফোটান। তেলটা ঠান্ডা করে ছেঁকে নিয়ে মাথায় ও গোটা চুলে মেখে পনেরো মিনিট ম্যাসাজ করুন। তারপর আরও আধ ঘণ্টা রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
জবা ও আমলকি
কয়েকটা জবাফুল আর একমুঠো জবাপাতা চটকে তিন টেবিল চামচ মতো পেস্ট বানিয়ে নিন। তার সঙ্গে তিন টেবিল চামচ আমলকি গুঁড়ো মিশিয়ে একটু পানি দিয়ে পাতলা করে নিন। মাথায় আর চুলে ভালোভাবে মেখে একঘণ্টা রাখুন। এক ঘণ্টা পর শ্যাম্পু করে নেবেন। সপ্তাহে দুই দিন করে করলেই চুল কালো হতে শুরু করবে।
আমলকি তেল
এক কাপ নারকেল তেলে তিন-চারটা শুকনা আমলকি দিয়ে গরম করুন। তেল ফুটতে শুরু করলে আঁচ থেকে নামিয়ে ঠান্ডা করে বোতলে ভরে রাখুন। প্রতিবার ব্যবহারের সময় দু’চামচ করে তেল নিয়ে মাথায় ও গোটা চুলে ভালো করে মাখুন। অন্তত মিনিট পনেরো ম্যাসাজ করতে হবে। ম্যাসাজের পর আরও আধ ঘণ্টা রেখে দিন। রাতে মেখে শুয়েও পড়তে পারেন। সকালে শ্যাম্পু আর কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত তিনবার এই পদ্ধতি অনুসরণ করতে হবে।