জ্যৈষ্ঠ মাস আসার আগে আমাদের দেশে মৌসুমি বিভিন্ন ফল আসতে শুরু করে। তার মধ্যে অন্যতম হচ্ছে, আম, জাম, কাঁঠাল, লিচু প্রভৃতি। প্রায় সবাই এই ফলগুলো খেতে পছন্দ করেন। তবে শিশুদের কাছে অধিক প্রিয় এসব ফল।
মা-বাবা মৌসুমি এসব ফল সবার আগে আদরের সন্তানের মুখে তুলে দেন। তবে শিশুকে এসব ফল খেতে দেওয়ার আগে অভিভাবকদের সতর্ক হওয়া উচিত। বিশেষ করে লিচু ও জাম খাওয়ানোর আগে, কারণ এগুলোর বিচি শিশুর পেটের ভেতরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমন হলে শিশুর মৃত্যুও হতে পারে। কিন্তু অনেকেই জানে না গলায় লিচুর বিচি আটকে গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া জরুরি।
লিচুর বিচি গলায় আটকে গেলে যা করা দরকার-
যা দেখে বুঝবেন জরুরি অবস্থা
১. মুখ নীলচে হয়ে যাওয়া
২. কাশি দিতে পারেছেন না
৩. কথা বলতে পারছেন না
৪. শ্বাস নিতে পারছেন না
এ ধরনের প্রতিক্রিয়া দেখলে তাৎক্ষণিকভাবে হেইমলিচ ম্যানুভার প্রয়োগ করুন (প্রশিক্ষিত কেউ থাকলে), অথবা দ্রুত নিকটস্থ হাসপাতালে যান। আংশিকভাবে আটকে গেলে (শ্বাস নিতে পারছেন, কাশি দিতে পারছেন)।
যা করা উচিত নয়—
১. আঙুল ঢুকিয়ে গলা খোঁচাবেন না, এতে বীজ আরও নিচে চলে যেতে পারে।
২. শক্ত কিছু গিলে ফেলবেন না, সমস্যা আরও বাড়তে পারে।
শিশুদের ক্ষেত্রে গলায় কিছু আটকে গেলে তা জীবনঘাতী হতে পারে, তাই দেরি না করে চিকিৎসা সহায়তা নিন।