প্রায় প্রত্যেকের চুল পড়ার সমস্যার সম্মুখীন হতে হয়ে। এ থেকে মুক্তি পেতে অনেকে মাথা ন্যাড়া করে ফেলেন। অনেকের বিশ্বাস এতে করে নতুন করে চুল গজায়। তবে চিকিৎসকদের মতে, ন্যাড়া হওয়ার সঙ্গে চুল ঘন হওয়ার কোনো সম্পর্ক নেই।
ন্যাড়া হওয়ার পর নতুন গজানো চুল আপাতদৃষ্টিতে ঘন মনে হয়। বিশেষ করে চুল ছোট থাকলে মাথায় হাত দিলে ঘনত্ব বেশি অনুভূত হয়। কিন্তু এটা বুঝার ভুল। কারণ চুল যত বড় হতে থাকে বোঝা যায় আগের মতোই আছে। এর কারণ হলো-চুলের ঘনত্ব কমে যায়, তার সবচেয়ে বড় কারণ, মাথার ত্বকের তলায় গোড়াগুলো শুকিয়ে যায়। ওই মৃত গোড়াগুলো থেকে আর নতুন করে চুল গজায় না।
অনেকে বিশ্বাস করেন, ন্যাড়া হলে ত্বকের গোড়ায় লুকিয়ে থাকা চুলের ফলিকল সক্রিয় হয়ে নতুন চুল গজাবে। তবে এটি সত্য নয়। মাথা কামালেও এমন কোনো লুকানো গোড়া থেকে চুল বের হয় না।
ন্যাড়া হওয়ার একটি সুবিধা অবশ্য আছে। যাদের চুল পড়ার সমস্যা রয়েছে, তাদের লম্বা চুল বেশি ঝরে। ন্যাড়া হওয়ার পর নতুন চুল গজালে তা সাধারণত ততটা সহজে পড়ে না।