পিছিয়ে গেল শিল্পী সুলতানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান

প্রখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মশতবার্ষিকী ১০ আগস্ট। এ বছর তার জন্মশতবার্ষিকী পালিত হবে ভিন্নভাবে। এ উপলক্ষে ‘সুলতান জাতীয় ও আন্তর্জাতিক উদযাপন কমিটি’ দুই বছরব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। তবে দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে নির্ধারিত দিনে অনুষ্ঠানমালার উদ্বোধনের আয়োজন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে উদযাপন কমিটি। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিল্পী সুলতান এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে বিশেষভাবে প্রাসঙ্গিক। বৈষম্যবিরোধী চেতনার নন্দন-বীজ নিহিত আছে তার কাজে। শোষণের বিরুদ্ধে বাংলাদেশের ভূমিপুত্র-কন্যাদের বিদ্রোহী উত্থানের মহাকাব্যিক একেকটি গাথারূপে পাঠ করা যায় সুলতানের শিল্পকর্ম। সাম্য আর সৌন্দর্যের যুগল শিল্পভাষার এক মহান স্রষ্টা শিল্পী সুলতান বারবারই তারুণ্য আর কৃষি সভ্যতার বিদ্রোহী উত্থানপর্বের রূপকল্প তুলে ধরেছেন। 

উদযাপন কমিটি জানিয়েছে, তারা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যূত্থানকে পূর্ণ সমর্থন করে। নির্ধারিত দিনে অনুষ্ঠান উদ্বোধন করতে না পারার জন্য কমিটি বিশেষভাবে দুঃখ প্রকাশ করেছে। কমিটির আহ্বায়ক মনিরুল ইসলাম এবং সদস্যসচিব নাসির আলী মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ আহ্বানে জানানো হয়। আগামী দিনে সবার অংশগ্রহণে সুলতান জন্মশতবার্ষিকী পালিত হবে।