সাংবাদিক শওকত মাহমুদ কারাগারে, রিমান্ড শুনানি বৃহস্পতিবার

শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব সাংবাদিক শওকত মাহমুদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে শওকত মাহমুদের ১০ দিনের রিমান্ডের বিষয়ে শুনানির জন্য আগামী ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এই আদেশ দিয়েছেন। 

এর আগে রোববার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রমনা মডেল থানাধীন এলাকা থেকে শওকত মাহমুদকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে রাজধানীর রমনা মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

ওই মামলায় সোমবার (৮ ডিসেম্বর) আদালতে হাজির করা হয় শওকত মাহমুদকে। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক মো. আখতার মোর্শেদ তাকে কারাগারে আটক ও ১০ দিনের রিমান্ড চেয়ে পৃথক দুটি আবেদনের করেন। 

আবেদনের পরিপ্রেক্ষিতে শওকত মাহমুদকে কারাগারে পাঠানো হয়। একইসঙ্গে রিমান্ড শুনানির জন্য ১১ ডিসেম্বর দিন ধার্য করা হয়।