সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

কাজী কামাল হোসেন, নওগাঁ: জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকারীদের বিচার দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছেন সাংবাদিকরা। রোববার (১৮ জুন) বেলা ১১টায় নওগাঁ প্রেসক্লাবের সামনে জেলা সাংবাদিক ইউনিয়ন, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে এই মানববন্ধন করা হয়।

এতে বক্তব্য রাখেন নওগাঁ প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, সাধারণ সম্পাদক শফিক ছোটন, সাবেক সভাপতি নবির উদ্দিন, বর্তমান সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, অর্থ-সম্পাদক হারুনুর রশীদ চৌধুরী, কাজী কামাল হোসেন, তৌহিদ ইসলাম, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নয়ন এবং জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রায়হান আলম, সাধারণ সম্পাদক আসাদুর রহমান জয়, ফরিদুল করিম তরফদার এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁর সভাপতি মোফাজ্জল হোসেন।

এ সময় সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।