বগুড়া প্রতিনিধি: এটিএন বাংলা'র স্টাফ রিপোর্টার ও বগুড়া প্রেসক্লাবের সদস্য ইকবাল মোর্শেদ রিপন (৫৬) মারা গেছেন। বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে তিনি মারা যান। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা গেছে, দুই সন্তানের জনক সাংবাদিক রিপন গত ২৬ সেপ্টেম্বর বুধবার বগুড়ার ধুনটে পেশাগত দায়িত্ব পালন করে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। প্রথমে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুর্ঘটনায় তার মেরুদণ্ডের হাড় ভেঙে স্পারাইনাল কর্ড ছিড়ে যায়।
তার মৃত্যুতে বগুড়া প্রেসক্লাব, বগুড়া সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানায়।
