লক্ষ্মীপুর প্রতিনিধি: রামগঞ্জের সংবাদ প্রকাশের পর দৈনিক নতুন দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. তামজিদ হোসেন রুবেলকে অকথ্য ভাষায় গালাগালি ও প্রাণনাশের হুমকি দিয়েছেন শাহ আলমগীর শাওন নামের এক ব্যক্তি। রোববার (২২ অক্টোবর) বিকেলে রুবেল বাদী হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নাগমুদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে বিজয়ীদের নাম উল্লেখ করে রোববার (২২ অক্টোবর) দৈনিক নতুন দিন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এর জের ধরে নির্বাচনে পরাজিত প্রার্থী শাহ আলমগীর শাওন সকালে তার ব্যক্তিগত মোবাইল ফোন থেকে সাংবাদিক রুবেলকে অকথ্য ভাষায় গালাগালি করে প্রাণনাশের হুমকি দেন।
রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খালেদ মাহমুদ ফারুক ও সাধারণ সম্পাদক কাউছার হোসেন জানান, সংবাদ প্রকাশ করাই সাংবাদিকের কাজ। সংবাদ প্রকাশে সাংবাদিক রুবেলকে যিনি হুমকি দিয়েছেন তাকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
অভিযোগের বিষয়ে শাহ আলমগীর হোসেন শাওন বলেন, সংবাদ প্রকাশ করায় আমি তাকে জিজ্ঞাসা করেছি। প্রাননাশের কথাটি সম্পূর্ণ সঠিক নয়। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. এমদাদুল হক জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের আলোকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।