নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে মোহনা টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু।
তিনি বলেন, স্মার্ট বাংলাদেশের কর্ণধার হলো সাংবাদিকরা। প্রধানমন্ত্রী ইতোমধ্যে আরও ১৫টি চ্যানেলের অনুমোদন দিয়েছেন। আমি মনে করি আপনারা যারা স্বাধীন সাংবাদিকতা করেন, তাদের জন্য একটি ভালো সুযোগ রয়েছে।
মোহনা টেলিভিশনের নোয়াখালী জেলা প্রতিনিধি মাসুদুর রহমান শিপনের সভাপতিত্বে ও যমুনা টেলিভিশনের নোয়াখালী জেলা প্রতিনিধি মুহতাসিম বিল্লাহ সবুজের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার সিকদার, সাধারণ সম্পাদক আবু নাসের মঞ্জু প্রমুখ।
