বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের অপতথ্য ছড়ানো হচ্ছে এক্স হ্যান্ডেলে। বলা চচ্ছে, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা আক্রমণের শিকার হচ্ছেন, ইসলামি শাসন কায়েম ও নিপীড়ন শুরু হয়েছে। অপতথ্য ছড়ানোর জন্য খোলা হয়েছে নতুন নতুন অ্যাকাউন্টও।
প্রযুক্তিগত অধিকারবিষয়ক আন্তর্জাতিক গবেষণা সংস্থা টেক গ্লোবাল ইনস্টিটিউটের এক গবেষণা প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। ১০ ডিসেম্বর ‘দ্য অ্যানাটমি অব ডিজইনফরমেশন অন এক্স’ শীর্ষক এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
এতে বলা হয়, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এক্স প্ল্যাটফর্মে এভাবে বাংলাদেশ নিয়ে অপতথ্য ছড়ানোর ক্ষেত্রে অনুসরণ করা হচ্ছে রাশিয়া ও চীনের কৌশল।
অ্যাকাউন্টগুলো ভারতভিত্তিক বা ভারতীয় বংশোদ্ভূত ব্যবহারকারী এবং দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির সঙ্গে যুক্ত অ-ভারতীয়দের লক্ষ্য করে পোস্ট দিয়ে থাকে। এক্সে বাংলাদেশকে নিয়ে অপতথ্য ছড়ানোর এসব অ্যাকাউন্ট রাশিয়া, ইসরায়েল ও চীনের ট্রল ফার্ম এবং কি–বোর্ড আর্মিজের (অর্থের বিনিময়ে নিয়োগকর্তা বা সামাজিক যোগাযোমাধ্যম প্ল্যাটফর্মের স্বার্থরক্ষাকারী গোষ্ঠী) কৌশল অনুসরণ করে সমন্বিতভাবে বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে।
বেশি অপতথ্য ছড়ানো হয়েছে নভেম্বর মাসে। অপতথ্যগুলোর ৭৭ শতাংশই এক্সে পাওয়া গেছে। ৩৫ শতাংশ অপতথ্য এক্স, ফেসবুক ও ইউটিউবে একসঙ্গে পোস্ট করা হয়েছে। এ ছাড়া ৭১ শতাংশ কনটেন্ট (আধেয়) বার্তা আদান–প্রদানের প্ল্যাটফর্ম ভাইবার, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে শেয়ার করা হয়েছে।