ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ক্রিকইনফোর বিরুদ্ধে অনলাইন জুয়ার বিজ্ঞাপন প্রচারের অভিযোগ

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০১:১২ পিএম

বাংলাদেশে অনলাইন জুয়ার বিজ্ঞাপন প্রচারের অভিযোগ উঠেছে বিশ্ববিখ্যাত ক্রীড়া ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো ডট কমের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, এই ওয়েবসাইটটি এককভাবে দেশের সাইবার স্পেসে সবচেয়ে বেশি জুয়ার বিজ্ঞাপন প্রচার করছে।

সোমবার (১৩ অক্টোবর) রাতে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ তাইয়েব আহমেদ নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেন।

ফাইজ তাইয়েব আহমেদ জানিয়েছেন, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডসহ বিভিন্ন দেশভিত্তিক সংস্করণে এমন জুয়ার বিজ্ঞাপন দেখা না গেলেও, বাংলাদেশের ভার্সনে নিয়মিতভাবে অনলাইন বেটিং ও জুয়ার বিজ্ঞাপন দেখানো হচ্ছে।

তিনি বলেন, ‘এই ধরনের বিজ্ঞাপন দেশের তরুণ সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে, একইসঙ্গে অর্থ পাচারের পথও সুগম করছে।’

বাংলাদেশের সাইবার সুরক্ষা আইন ২০২৫ অনুযায়ী, দেশে অনলাইন জুয়া এবং তার প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ। এই প্রেক্ষাপটে, ক্রিকইনফোর এমন কার্যক্রমে উদ্বেগ জানিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (NCSA)।

এজেন্সিটি ইতোমধ্যে ক্রিকইনফোকে ই-মেইল পাঠিয়েছে এবং পরবর্তীতে রেজিস্টার্ড ডাকযোগে চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

বিশেষ সহকারী আরও বলেন, ‘ক্রিকইনফো বাংলাদেশে বিজ্ঞাপন প্রচার করে বিপুল পরিমাণ রাজস্ব আয় করলেও তা থেকে বাংলাদেশ সরকারকে কোনো আয়কর বা ভ্যাট দিচ্ছে না।’

ফাইজ জানিয়েছেন, জুয়ার বিজ্ঞাপন বন্ধ না হলে বাংলাদেশে ক্রিকইনফো ব্লক করার বিষয়টি বিবেচনায় নেওয়া হতে পারে। এ বিষয়ে জনমত গ্রহণের পরিকল্পনা রয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির।

DR/SN
আরও পড়ুন