খবর সংযোগের ১ লাখ সাবস্ক্রাইবার সেলিব্রেশন

খবর সংযোগের ইউটিউব চ্যানেলের ১ লাখ সাবস্ক্রাইবার পূর্তিতে কেক কেটে আনন্দঘন পরিবেশে হলো উদযাপন।

রাজধানীর বনশ্রীর কার্যালয়ে নিউজ পোর্টাল খবর সংযোগ ডটকম ও দৈনিক খবর সংযোগের সম্পাদক ও প্রকাশক শেখ নজরুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক শেখ সামিন ইয়াসার, মোজো রিপোর্টার, ক্যামেরা ক্র ও সাংবাদিক সহকর্মীরা উপস্থিত ছিলেন। 

কেক কেটে খবর সংযোগের ১ লাখ সাবস্ক্রাইবার সেলিব্রেশন, ছবি: খবর সংযোগ


এতে সম্পাদক ও প্রকাশক শেখ নজরুল ইসলাম খুব অল্প সময়ে খবর সংযোগের ইউটিউব চ্যানেলের ১ লাখ সাবস্ক্রাইবার হওয়ায় দর্শক-শুভানুধ্যায়ী ও সহকর্মীদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে খবর সংযোগ বরাবরই প্রতিশ্রুতিবদ্ধ। আগামীতেও গণমাধ্যমটি সব ধরনের প্ল্যাটফর্মে এই ধারা অব্যাহত রাখতে বদ্ধ পরিকর।’