‘ভোরের কাগজ’ চালুর দাবিতে কর্মীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাংলা দৈনিক সংবাদপত্র ‘ভোরের কাগজে’র কার্যালয় খুলে দেওয়ার আল্টিমেটাম দিয়েছেন প্রতিষ্ঠানটির সংবাদকর্মীরা।

এছাড়া পত্রিকার প্রকাশনা অব্যাহত রাখাসহ বকেয়া পরিশোধের দাবি মানা না হলে মালিক পক্ষের অফিস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছেন সংবাদকর্মীরা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচি তুলে ধরেন প্রতিষ্ঠানটির প্রধান প্রতিবেদক খোন্দকার কাওছার হোসেন।

তিনি বলেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি মেনে নেওয়া হলে কর্মসূচি প্রত্যাহার করে তারা কাজে যোগ দেবেন।

তিনি আরও বলেন, আমাদের দাবি মেনে নেওয়ার কোনো নোটিশ অফিসে যদি না দেওয়া হয়, আগামী বৃহস্পতিবার দুপুর ১২টায় সাংবাদিক সংগঠনের নেতাদের নিয়ে মালিক পক্ষের অফিস এইচআর ভবন ঘেরাও করা হবে।

‘ভোরের কাগজ’ কর্ণফুলী গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠান। গ্রুপটির প্রধান কার্যালয় কাকরাইলের এইচআর ভবনে। পত্রিকার মালিক সাবেক বন ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

রাজধানীর মালিবাগে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এক নোটিস টানিয়ে ৩৩ বছরের পুরনো এ সংবাদপত্রটির গত সোমবার বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।