গ্রেপ্তার মমতাজ, যা বললেন সাংবাদিক ইলিয়াস

রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মো. সাগর নামের এক শিক্ষার্থী গুলিতে নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলাসহ একাধিক গুরুতর মামলায় গ্রেপ্তার হয়েছেন সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম। 

সোমবার (১২ মে) রাত ১১টা ৪৫ মিনিটে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মমতাজ বেগমের বিরুদ্ধে ঢাকার মিরপুর মডেল থানায় দায়ের করা একটি হত্যা মামলা ছাড়াও একাধিক ফৌজদারি মামলা রয়েছে। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, তাকে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে এবং মামলার তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

সম্প্রতি মিরপুরে আয়োজিত একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশি সহিংসতার সময় মো. সাগর গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় অভিযোগ রয়েছে, সাবেক এমপি মমতাজ বেগম ওই ঘটনার পৃষ্ঠপোষকতা বা নির্দেশনায় জড়িত ছিলেন। মামলাটি তদন্তাধীন থাকলেও ডিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, এ ঘটনায় মমতাজ বেগমের সংশ্লিষ্টতার একাধিক প্রমাণ পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক এমপির গ্রেপ্তার সংক্রান্ত একটি সংবাদ পোস্ট করে যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন মন্তব্য করেন, ‘মমতাজের ফাইটা গেছে’। এরপর আরেকটি পোস্টে ব্যঙ্গ করে লেখেন, ‘জেলখানায় মমতাজ আপাকে ছাত্রলীগের সেলে থাকার ব্যবস্থা করা হোক। সবাই খুশি থাকবে। ঈদ মোবারক...’

ইলিয়াসের এই বক্তব্য সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। অনেকে এটিকে রাজনৈতিক বিদ্বেষ ও নারীর প্রতি অবমাননাকর মন্তব্য হিসেবে দেখছেন, অন্যদিকে তার অনুসারীরা এটিকে বেফাঁস সত্য বলে প্রচার করছেন।

ডিবি সূত্রে জানা গেছে, তদন্তের অগ্রগতির স্বার্থে মমতাজ বেগমকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে আইন প্রয়োগকারী সংস্থা জানিয়েছে।