নরসিংদীর মাধবদীতে অবস্থিত ড্রিম হলিডে পার্কের সামনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গাড়ি থেকে চাঁদাবাজির প্রতিবাদ করায় স্থানীয় সন্ত্রাসীদের এই হামলায় অন্তত ১০-১২ জন সাংবাদিক আহত হয়েছেন, যাদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে ক্র্যাবের বার্ষিক পিকনিক চলাকালীন এই হামলার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে দুই অভিযুক্তকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ক্র্যাব সদস্যরা বার্ষিক পিকনিক অংশ নিতে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে গিয়েছিলেন। ফেরার পথে পার্কের সামনে তাদের বহনকারী গাড়ি থেকে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী চাঁদা দাবি করে। সাংবাদিকরা এর প্রতিবাদ জানালে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।
হামলায় গুরুতর আহত সাংবাদিক ফয়েজকে পুলিশি পাহারায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেছে। আহত অন্য ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন সাংবাদিক শাহেদ, মহসিন, সাখাওয়াত কাউসার এবং ক্র্যাব স্টাফ লাল। তারা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলার সঙ্গে জড়িত দুই সন্ত্রাসীকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
ক্র্যাব নেতৃবৃন্দ এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং জড়িত অন্য সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

