যা যা ঘটলো বৃহস্পতিবার সারাদিন

* ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের সামনেই এক সাংবাদিকের ওপর আইনজীবীদের হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে এ ঘটনা ঘটে।
* তারেক রহমান দেশে ফিরতে চাইলে, সহায়তা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়, বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
* মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না। এমনকি জনপ্রতিনিধি, সরকারি পদ বা দায়িত্বেও থাকতে পারবেন না ওই ব্যক্তি।
* অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততা বা সমর্থনে দেশে ‘মবোক্রেসি’ চলছে বলে মনে করে গণতান্ত্রিক অধিকার কমিটি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মব সন্ত্রাস এবং শ্রমিক হত্যার দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে বলেও বিবৃতিতে উল্লেখ করেছে তারা।
* ঢাকার ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার বহুল আলোচিত মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
* ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ সংসদীয় আসনের চূড়ান্ত সীমানার প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন বা ইসি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সুপ্রিম কোর্টকে নিম্ন আদালতের রায় বাতিল করার জন্য অনুরোধ করেছেন, যেখানে অনেক দেশের ওপর তার পাল্টা শুল্ক আরোপকে অবৈধ বলে উল্লেখ করা হয়েছে।
* ‘জাতিসংঘ সম্পূর্ণভাবে ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের পক্ষে। এটি দেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস।
* বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে পুলিশ সদর দপ্তরে আবেদন জানিয়েছে দুর্নীতি দমন কমিশন বা দুদক।
* ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার শেখ হাসিনা নিজেই চাননি বলে মন্তব্য করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
* জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও তার স্ত্রী শেরীফা কাদেরের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।