আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশ থেকে ভোট প্রদানের সুযোগ কাজে লাগাতে ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন প্রবাসীরা। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ৩ লাখ ৭ হাজার ১১২ জন প্রবাসী নিবন্ধন সম্পন্ন করেছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা ২৫ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে।
নিবন্ধিতদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২ লাখ ৮৪ হাজার ৪২১ জন এবং নারী ভোটার ২৩ হাজার ২২৯ জন। প্রথমবারের মতো আইটি প্রযুক্তিনির্ভর এই পোস্টাল ব্যালট ব্যবস্থায় গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে, যা চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। ইতোমধ্যে গত মঙ্গলবার থেকে নিবন্ধিতদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠানো শুরু করেছে ইসি।
যুক্তরাষ্ট্র, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, জাপান ও চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা এই অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন। নিয়ম অনুযায়ী, ব্যালট পাওয়ার পর ভোট দিয়ে তা ফিরতি খামে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে হবে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সম্ভাব্য নির্বাচনের প্রস্তুতি হিসেবে প্রায় ৫০ লাখ প্রবাসীর ভোট সংগ্রহের লক্ষ্য নিয়ে কাজ করছে ইসি।