৫ দিনের মধ্যে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা পাঠানোর নির্দেশ ইসির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগামী পাঁচ দিনের মধ্যে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আগামী সোমবারের (২২ ডিসেম্বর) মধ্যে এই তালিকা নিশ্চিত করে কমিশনে পাঠাতে বলা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) ইসির উপসচিব মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ‘জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ অনুযায়ী গত ১০ সেপ্টেম্বর খসড়া এবং ২০ অক্টোবর ভোটকেন্দ্রের প্রাথমিক চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছিল। বর্তমানে নীতিমালার আলোকে কোনো পরিবর্তন, প্রতিস্থাপন বা সংশোধনের প্রয়োজন হলে তা সম্পন্ন করে চূড়ান্ত তালিকা পাঠাতে হবে।

কর্মকর্তাদের নির্বাচনি এলাকার নম্বর ও নাম, উপজেলা/থানার নাম, ভোটকেন্দ্রের সিরিয়াল নম্বর, ভোটার সংখ্যা ও যোগফল সঠিক আছে কি না তা যাচাই করতে হবে। এছাড়া অস্থায়ী কেন্দ্র বা কক্ষের বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা এবং নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে কক্ষ সংখ্যা নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে।

ইসি আরও জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবার যেসব কেন্দ্র পরিবর্তন করা হয়েছে বা নতুন প্রস্তাব করা হয়েছে, তার আসনভিত্তিক সারসংক্ষেপ এবং সঠিকতার প্রত্যয়নপত্রও পাঠাতে হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।