সোহরাওয়ার্দী হাসপাতালে হাদির মরদেহ

কড়া নিরাপত্তার মধ্যে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট থেকে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ।

পুলিশ ও সেনাবাহিনীর পাহারায় শনিবার (২০ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে তার মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের নেওয়া হয়। সেখানে তার ময়নাতদন্ত সম্পন্ন হবে।

ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর আজ শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এর আগে, শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহ জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের হিমঘরে নেওয়া হয়।